অস্কারের মনোনয়ন তালিকায় প্রিয়াঙ্কা- নিক, তালিকাও ঘোষণায় তাঁরাই  


প্রতি বছর ফেব্রুয়ারি মাসে অস্কার পুরস্কারের আসর বসলেও করোনার জেরে দু-মাস পিছিয়ে ২৫শে এপ্রিল লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের বর্ণাঢ্য অনুষ্ঠান। তাঁর আগে প্রকাশিত হল মুখ্য নমিনেশন তালিকা। ৩তম অস্কার পুরস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকায় স্থান পেয়েছে একাধিক ছবি থেকে পরিচালক ও অভিনেতা অভিনেত্রীরা। তবে ভারতের জন্য সুখবর ৯৩তম একাডেমি অ্যাওয়ার্ডস এই বছরে মনোনয়নের তালিকায় নাম রয়েছে তারকা দম্পতি প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাসের।


একাডেমি অ্যাওয়ার্ডের নমিনেশন তালিকা ঘোষণা করলেন প্রিয়ঙ্কা চোপড়া জোনাস ও নিক জোনাস। নেটফ্লিক্সের 'ম্যাঙ্ক' ১০টি মনোনয়নের সঙ্গে অস্কারের দৌড়ে সবচেয়ে এগিয়ে, সেরা পরিচালকের তালিকায় জায়গা করে নিলেন দুই মহিলা পরিচালক ক্লোয়ে ঝাও এবং এমেরাল্ড ফেনেল। সেরা ছবির তালিকায় জায়গা করে নিয়েছে মোট ৮টি ছবি। 



চলচ্চিত্র জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মান হিসেবেই পরিচিত অস্কার পুরস্কার তালিকা ঘোষণার কাজে প্রিয়ঙ্কাকে দেখতে পাওয়াও যে এ দেশের চলচ্চিত্র জগতের কাছে সম্মানের। আবার, শ্রেষ্ঠ চিত্রনাট্যের বিভাগে মনোনীতদের তালিকায় জায়গা করে নিয়েছে প্রিয়ঙ্কার অভিনীত ছবি ‘দ্য হোয়াইট টাইগার’।


এক নজরে দেখুন অস্কারের মুখ্য নমিনেশন তালিকা-

সেরা ছবি-

দ্য ফাদার, জুদাস অ্যান্ড দ্য ব্ল্যাক মশিহা, ম্যাঙ্ক, মিনারি, নোমাল্যান্ড, প্রমিসিং ইয়াং উইম্যান, সাউন্ড অফ মেটার, দ্য ট্রায়াল অফ দ্য শিকাগো ৭।


সেরা পরিচালক-

ক্লোয়ে ঝাও (নোমাডল্যান্ড), এমেরাল্ড ফেনেল (প্রমিসিং ইয়াং উইম্যান), ডেভিড ফ্লিনচার (ম্যাঙ্ক), থমাস ভিনটেরবার্গ (অ্যানাদার রাউন্ড), লি ইসাক চাং (মিনারি)।


সেরা অভিনেতা- 

রিজ আহমেদ (সাউন্ড অফ মেটাল), চ্যাডউইক বোজম্যান (মা রেইনিস ব্ল্যাক বটম) [মরণোত্তর], অ্যান্টনি হপকিংস (দ্য ফাদার), গ্যারি ওল্ডম্যান (ম্যাঙ্ক), স্টিভেন ইয়ুন (মিনারি)। 


সেরা অভিনেত্রী- 

ভোয়লা ডেভিস (মা রেইনিস ব্ল্যাক বটম), অ্যান্ড্রা ডে (দ্য ইউনাইটেড স্টেটস ভার্সেস বিল্লি হলিডে), ভ্যানেসা কিরবে (পিসেস অফ এ উইম্যান), ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড (নোমাডল্যান্ড), ক্যারে মুল্লিগান ( প্রমিসিং ইয়াং উইম্যান)