নন্দীগ্রামে মমতার প্রার্থীপদ বাতিলের দাবি শুভেন্দুর





এবারের নির্বাচনে হাইভোল্টেজ লড়াই নন্দীগ্রামে। তৃণমূলের হয়ে ভোটের লড়াইয়ে এই কেন্দ্রে প্রার্থী হয়েছেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো তথা মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায় অপরদিকে বিজেপির হয়ে লড়বেন কিছুদিন আগে তৃণমূল ত‍্যাগ করে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী। বাম-কংগ্রেস-আইসিএফ জোট সংযুক্ত মোর্চার প্রার্থী মীনাক্ষী। ইতিমধ‍্যে মনোয়ন পত্র জমা দিয়েছেন প্রার্থীরা। এরপরেই মমতার প্রার্থীপদ বাতিলের দাবি বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর। 




মমতার হলফনামায় তথ্য গোপনের অভিযোগ শুভেন্দুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনের নালিশ ঠুকলেন শুভেন্দু। দাবি তুললেন প্রার্থী পদ বাতিলের। একাধিক মামলা থাকলেও হলফনামায় তা উল্লেখ করেননি বলেই অভিযোগ শুভেন্দুর। এনিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছেন তিনি। 




কাঁথিতে বিজেপির যোগদান মেলায় শুভেন্দু অধিকারী বলেন, 'নন্দীগ্রামে মাননীয়া দাঁড়িয়েছেন। একাধিক মামলা থাকলেও হলফনামায় তা উল্লেখ করেননি। আমি কমিশনে নালিশ জানিয়েছি। ১৪ সালে ৫টি মামলা অসমে হয়েছিল, সিবিআইও মামলা করেছে। গোটাটা মিথ্যার উপর দাঁড়িয়ে আছে'। তিনি আরো হুঁশিয়ারি দিয়ে বলেন, কমিশন গোটা বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ না নিলে পরবর্তীকে ব‍্যবস্থা নেবেন। সূত্রের খবর, মমতার বিরুদ্ধে ৬টি ফৌজদারি মামলা সংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশনের জমা দিয়েছেন শুভেন্দু। মননোয়ন বাতিল সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়ও উল্লেখ করেছেন তিনি।