সাংবাদিক সম্মেলন করে বিধানসভা ভিত্তিল নির্বাচনী ইস্তেহার প্রকাশ সিতাই বিধানসভার প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার
অমৃতা চন্দ, দিনহাটা:
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গত ১৭ ই মার্চ ২০২১ এর বিধানসভা নির্বাচনের ইস্তেহার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দিনহাটা ১ নং ব্লকের সিতাই বিধানসভা কেন্দ্রের প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া দিনহাটার কৃষি মেলায় অবস্থিত ব্লক পার্টি অফিসে বিধানসভা ভিত্তিক ইশতেহার প্রকাশ করেন সাংবাদিকদের সামনে। প্রার্থীর সাথে ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃনমুল নেতা নুর আলম হোসেন, এসি-এসটি-ওবিসি সেলের সভাপতি পুলক চন্দ্র বর্মন, জেলা পরিষদের মেন্টর সুবল রায় প্রমুখ।
প্রার্থী সাংবাদিক বৈঠকে ইস্তেহার সম্পর্কে বলতে গিয়ে বলেন এই ইস্তেহার ৬ টি ভাষায় প্রস্তুত করা হয়েছে এবং বাংলার মানুষের মতামত ,আকাঙ্ক্ষা দাবিকে যথাযথ মর্যাদা দিয়ে ইস্তেহার তৈরি করা হয়েছে। মূলত এই ইস্তেহার রাজ্য সরকারের উন্নয়নের যে ভিত্তিপ্রস্তর গত ১০ বছরে স্থাপন করেছে তার ইস্তেহার তুলে ধরেছেন এবং ১০ টি মূল প্রতিশ্রুতি যে গুলো পূরণ করার মাধ্যমে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমৃদ্ধ বাংলা করতে চান সেই সবকিছু এই ইস্তেহার তুলে ধরেছেন জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। পাশাপাশি সিতাই বিধানসভা এলাকায় কলেজ এবং একটি দমকল স্থাপনের দাবি ছিল দীর্ঘদিনের, আগামীতে সরকার গড়লে এই দুই প্রতিশ্রুতির দিকে তিনি নজর দেবে বলেও জানান।
দেখুন ভিডিও--
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊