Latest News

6/recent/ticker-posts

Ad Code

নিজেকে অস্ত্র করে তোলো'-এই বার্তাকে সামনে রেখে আত্মরক্ষা প্রশিক্ষণ শিবিরে



নিজেকে অস্ত্র করে তোলো'-এই বার্তাকে সামনে রেখে আত্মরক্ষা প্রশিক্ষণ শিবিরে


আলিপুরদুয়ার: 


'নিজেকে অস্ত্র করে তোলো'-এই বার্তাকে সামনে রেখে শনিবার একটি আত্মরক্ষা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হল আলিপুরদুয়ার জংশন এলাকায়।আলিপুরদুয়ার সপ্তপর্নি'স কারাতে একাডেমির পক্ষ থেকে জংশন এলাকার স্বপ্নলোক এপার্টমেন্টে এই শিবিরে উপস্থিত ছিলেন এপার্টমেন্টের বাসিন্দারা।

আত্মরক্ষা জানা আজকের দিনে খুব প্রয়োজন বলে দাবী করেন সকলেই।কিন্তু এই আত্মরক্ষা শেখার কৌশল জানতে চান কজন তা নিয়ে সংশয় রয়েই যায়।তাই সাধারণ মানুষকে জাগরুক করতে এদিন এই বিশেষ আত্মরক্ষা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেন সেনসি সপ্তপর্নি চক্রবর্তী।এর পাশাপাশি এদিন চাইল্ড এবিউজ নিয়ে নিজের তৈরি একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিরও প্রদর্শন করেন সপ্তপর্নি।এদিনের এই বিশেষ প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন প্রায় ৫০ জন মানুষ।

এদিনের এই বিশেষ প্রশিক্ষণ শিবির সম্পর্কে সেনসি সপ্তপর্নি জানান,নিজেদের মধ্যেকার অস্ত্র গুলোকে চিনে নেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ আত্মরক্ষার ক্ষেত্রে।নিজেদের সর্বদা তৈরি রাখতে হবে যেকোন বিপদ সঙ্কুল পরিস্থিতির জন্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code