নো ভ্যাট, নো ভোট' পোষ্টার লাগিয়ে পথ অবরোধ




প্রতিনিধি সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-


নো ভ্যাট, নো ভোট' এর পোষ্টার লাগিয়ে পথ অবরোধ করলো পূর্ব বর্ধমান জেলার রায়ান পঞ্চায়েতের খাঁ-পুকুর এলাকার বাসিন্দারা। 


ভ্যাট সমস্যা নিয়ে প্রশাসন কে বারবার জানিয়ে কাজ না হওয়ায় বর্ধমান-কালনা রোড অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। এলাকায় অবিলম্বে ভ্যাট তৈরী না করে দিলে তারা ভোট বয়কট করবেন বলে দাবী করেন। স্থানীয়দের অভিযোগ, এলাকায় থাকা ভ্যাট কে অবৈধভাবে ভেঙে দিয়েছে একটি বাড়ি নির্মাণকারী সংস্থা। এর ফলে ভ্যাট না থাকায় এলাকার ময়লা রাস্তায় ও ড্রেনে পরছে। এতে যেমন জল নিকাশি সমস্যা হচ্ছে তেমনই রাস্তায় ময়লা জমায় বেশ কয়েকটি দূর্ঘটনা ঘটেছে এলাকায়।অবিলম্বে ভ‍্যাট তৈরি করে দিতে হবে না হলে এবার ভোট তারা দেবেনা বোলে জানান এলাকাবাসী ।



এদিন প্রায় দুঘন্টা ধরে চলছে এই অবরোধ ,অবশেষে বর্ধমান থানার পুলিশ আসে ঘটনাস্থলে।পুলিশকে ঘিরে ধরে এলাকাবাসীরা তাদের অসুবিধার কথা জানান।এদিকে এই অবরোধের যেরে বর্ধমান কালনা রোডে যানবাহনের স্তব্ধ হয়ে যায়।