FCI -তে একাধিক শূন‍্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি, জেনে নিন বিস্তারিত 



অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার

  • টেকনিক্যাল
  • অ্যাডমিনিস্ট্রেশন
  • অ্যাকাউন্টস/আইন


মেডিক্যাল অফিসার


আবেদনের শেষ তারিখ ৩১ মার্চ, ২০২১


অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন)


শূন্যপদ – ৩০


শিক্ষাগত যোগ্যতা- ৫৫ শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তর উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। তফসিলি জাতি, উপজাতির ক্ষেত্রে ৫০ শতাংশ পেলেই আবেদন করা যাবে।


বয়স- আবেদনকারীর বয়স ১ জানুয়ারি ২০২১-এ ৩০ বছর হতে হবে।




অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল)


শূন্যপদ – ২৭


শিক্ষাগত যোগ্যতা – ৫৫ শতাংশ নম্বর নিয়ে কৃষিবিজ্ঞানে স্নাতক, বিটেক অথবা ফুড সায়েন্সে বি.ই উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। তফসিলি জাতি, উপজাতির ক্ষেত্রে ৫০ শতাংশ নম্বর থাকলেই আবেদন করা যাবে।




অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল)


শূন্যপদ – ২৭


শিক্ষাগত যোগ্যতা – ৫৫ শতাংশ নম্বর নিয়ে কৃষিবিজ্ঞানে স্নাতক, বিটেক অথবা ফুড সায়েন্সে বি.ই উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। তফসিলি জাতি, উপজাতির ক্ষেত্রে ৫০ শতাংশ নম্বর থাকলেই আবেদন করা যাবে।


অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (অ্যাকাউন্ট)


শূন্যপদ- ২২


শিক্ষাগত যোগ্যতা – ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব ইন্ডিয়া অথবা ইনস্টিটিউট অব কস্ট অ্যাকাউন্টেসের সহযোগী সদস্যরা আবেদন করতে পারবেন।

বয়স- উপরের প্রত‍্যেক ক্ষেত্রে আবেদনকারীর বয়স ২০২১ সালে ১ জানুয়ারিতে ২৮ বছর হতে হবে।


অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (আইন)


শূন্যপদ- ০৮


শিক্ষাগত যোগ্যতা- আইনের ডিগ্রি থাকলে আবেদন করা যাবে এই পদে।


বয়স- আবেদনকারীর বয়স ২০২১ সালে ১ জানুয়ারিতে ৩৩ বছর হতে হবে।



মেডিক্যাল অফিসার


শূন্যপদ- ২


শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে এমবিবিএস পাশ হতে হবে। নূন্যতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।


বয়স – আবেদনকারীর বয়স ২০২১ সালে ১ জানুয়ারিতে ৩৫ বছর হতে হবে।


আবেদনের ফি- উপরিউক্ত পদগুলিতে আবেদনের জন্য ফি হিসেবে জমা দিতে হবে ১০০০ টাকা। তফসিলি জাতি, উপজাতির ক্ষেত্রে কোনও আবেদন ফি লাগবে না।


আবেদন করতে ক্লিক করুন- APPLY HERE