নির্বাচনে সিভিক ও গ্রিন পুলিশ ব্যবহার করা যাবে না, জারি নির্দেশিকা
সামনেই বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে নির্বাচনের নির্ঘন্ট বাজিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আট দফায় ভোট হতে চলেছে রাজ্যে। প্রথম দফায় ২৭মার্চ ভোটগ্রহণ। রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। চলছে রুট মার্চ। এর মাঝেই এবার বিধানসভা নির্বাচনে সিভিক পুলিস, গ্রিন পুলিসদের ব্যবহার করতে পারবে না রাজ্য এমনটাই নির্দেশ দিল নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বাংলা সফরে এসে আগেই মৌখিক ভাবে জানিয়েছিল এবারের নির্বাচনে গ্রিন পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার করা যাবে না। এবার তা লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হল। নির্বাচনের দিনের তিন দিন আগে থেকে ও নির্বাচনের দিনের একদিন পর্যন্ত ইউনিফর্ম পরে কোনোরকম ডিউটি করতে পারবে না গ্রিন পুলিশ ও সিভিক ভলান্টিয়ার। পাশাপাশি স্টুডেন্ট পুলিশদেরকেও ব্যবহার করা যাবে না বলেও নির্দেশিকায় জানানো হয়েছে।
বিধানসভা নির্বাচনের দিন ঘোষনার আগেই রাজ্যে এসেছিল কমিশনের ফুল বেঞ্চ। এরপর দিন ঘোষনা হলে রাজ্যে চালু হয়ে যায় মডেল কোড অব কনডাক্ট। তারই পরিপ্রক্ষিতে বৃহস্পতিবার এই নির্দেশিকা দেওয়া হল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊