একাধিক চাকরির পরীক্ষার ইন্টারভিউয়ের সূচি প্রকাশ করল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।
বিশদ তথ্যের জন্য পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট https://wbpsc.gov.in -এ ভিজিট করতে হবে।
ইন্টারভিউ সংক্রান্ত সমস্ত তথ্য ও অ্যাডমিড কার্ড ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। বিশদ বিবরণ ওয়েবসাইটেই দেওয়া রয়েছে।
এখন দেখা যাক কোন কোন পরীক্ষার সূচি প্রকাশ করেছে পিএসসি:
বিজ্ঞপ্তি নম্বর - ৩১/২০১৯,
পদ - পশ্চিমবঙ্গ কারা দফতরের অধীনস্থ রাজ্যের সংশোধনাগারের ওয়েলফেয়ার অফিসার,
ইন্টারভিউয়ের তারিখ - ২৬ মার্চ, ২০২১
বিজ্ঞপ্তি নম্বর - ২৫(১)/২০১৯,
পদ - পশ্চিমবঙ্গ শ্রম দফতরের অধীনস্থ সায়েন্টিফিক অ্যাসিসট্যান্ট (কেমিক্যাল), ইন্টারভিউয়ের
তারিখ - ২০ এপ্রিল, ২০২১
বিজ্ঞপ্তি নম্বর - ২৫(৪)/২০১৯,
পদ - পশ্চিমবঙ্গ শ্রম দফতরের অধীনস্থ সায়েন্টিফিক অ্যাসিসট্যান্ট (ওয়েল্ডার্স সার্টিফিকেশন),
ইন্টারভিউয়ের তারিখ - ২০ এপ্রিল, ২০২১
বিজ্ঞপ্তি নম্বর - ৬/২০১৯,
পদ - পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দফতরের অধীনস্থ ডাইরেক্টরেট অফ ট্রান্সপোর্টেশনের সহকারী ম্যানেজার (কলকাতা ট্রান্সপোর্ট ফ্লিট),
ইন্টারভিউয়ের তারিখ - ২০ এপ্রিল, ২০২১
বিজ্ঞপ্তি নম্বর - ১৯/২০১৯,
পদ - পশ্চিমবঙ্গ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ ও হর্টিকালচার দফতরের অধীনস্থ ডিরেক্টরেট অফ সিঙ্কোনা ও অন্যান্য মেডিসিনাল প্লান্টের বোটানিস্ট (ডব্লিউবিজিএস),
ইন্টারভিউয়ের তারিখ - ২১ এপ্রিল, ২০২১
বিজ্ঞপ্তি নম্বর - ১৫/২০১৯,
পদ - পশ্চিমবঙ্গ শ্রম দফতরের অধীনস্থ ডাইরেক্টরেট অফ ইএসআইয়ের (এমবি) ডায়ালিসিস টেকনিশিয়ান গ্রেড থ্রি,
ইন্টারভিউয়ের তারিখ - ২২ এপ্রিল, ২০২১
বিজ্ঞপ্তি নম্বর - ১৪/২০১৯,
পদ - পশ্চিমবঙ্গ কৃষি বিপণন দফতরের অধীনস্থ রাজ্যের জুনিয়র এগ্রিকালচারাল সার্ভিস (মার্কেটিং)-এর এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার (ট্রেনিং ও ক্যানিং),
ইন্টারভিউয়ের তারিখ - ১৭ ও ১৮ মে, ২০২১
বিজ্ঞপ্তি নম্বর - ৩২/২০১৯,
পদ - পশ্চিমবঙ্গ পরিবহণ দফতরের অধীনস্থ মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর (নন টেকনিক্যাল),
ইন্টারভিউয়ের তারিখ - ১৯. ২০, ২১ ও ২৪ মে, ২০২১
বিজ্ঞপ্তি নম্বর - ৩৫/২০১৯,
পদ - পশ্চিমবঙ্গ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ ও হর্টিকালচার দফতরের অধীনস্থ উদ্যান পালন প্রযুক্তি সহায়ক,
ইন্টারভিউয়ের তারিখ - ২৭, ২৮ ও ৩১ মে এবং ১ ও ২ জুন, ২০২১
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊