এবার ভোট প্রচারে দিনহাটায় আসছেন দেব ও মিমি
২৭শে মার্চ থেকে রাজ্যে শুরু বিধানসভা নির্বাচন। এবারের বিধানসভা নির্বাচন হবে আট দফায়। চতুর্থ দফায় ১০ই এপ্রিল ভোট কোচবিহারে। আর তার আগে নির্বাচনী প্রচারে দিনহাটায় আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। এর পাশাপাশি দিনহাটায় ভোট প্রচারে আসছেন টলিউড অভিনেতা দেব ও অভিনেত্রী মিমি। এমনটাই খবর।
আজ দিনহাটা বিধানসভার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ এক ফেসবুক পোস্ট করেও সেকথা জানান। জানা যায় আগামী ৩০ মার্চ দিনহাটায় আসছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী ও ৫ই এপ্রিল আসবেন দেব। দুজনই তৃনমূল কংগ্রেসের প্রার্থী উদয়ন গুহর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচার করবেন বলে জানা গিয়েছে ।
প্রসঙ্গত, দিনহাটা বিধানসভায় তৃণমূলের প্রার্থী হয়েছেন উদয়ন গুহ। অন্যদিকে বিজেপির প্রার্থী হয়েছেন কোচবিহার জেলার সাংসদ নীশিথ প্রামানিক। এবং বাম-কংগ্রেস-আইএস এফ জোট সংযুক্ত মোর্চার সমর্থিত প্রার্থী আব্দুল রৌওফ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊