Latest News

6/recent/ticker-posts

Ad Code

অধিকার ক্ষুন্ন হয়েছে, হয়েছে অপমান- দিনহাটার মানুষ তার জবাব দেবে: নিশীথ




অধিকার ক্ষুন্ন হয়েছে, হয়েছে অপমান- দিনহাটার মানুষ তার জবাব দেবে: নিশীথ 



আসন্ন বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলার দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কোচবিহার জেলার সাংসদ নীশিথ প্রামাণিক। গতকালকেই মনোয়ন পত্র জমা দেন তিনি। এরপর এক সাংবাদিক সম্মেলন করেন। সেই সাংবাদিক বৈঠকে দিনহাটার বুকে পদ্ম ফুটবে এবং বাংলার মসনদ গেরুয়া শিবিরের দখলে আসছে বলেই জোর দিয়ে বলেন। চলুন শুনে নেওয়া যাক আর কি কি বললেন বিজেপির সাংসদ প্রার্থী নিশীথ-




সাংবাদিক বৈঠকে কোচবিহার জেলার সাংসদ তথা দিনহাটা বিধানসভা আসনের বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক

Posted by Sangbad Ekalavya on Thursday, March 18, 2021



প্রসঙ্গত, দিনহাটা বিধানসভায় তৃণমূলের প্রার্থী উদয়ন গুহ এবং বাম-কংগ্রেস-আইএসএফ জোট প্রার্থী আব্দুল রউফ। ১০ই এপ্রিল নির্বাচন। তার আগে প্রত‍্যেকদলেই নির্বাচনী প্রচার আরম্ভ করে দিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code