আর মাত্র ৩দিন, আধার ও প্যান কার্ডে যা না করলে গুনতে হতে পারে জরিমানা
আর মাত্র বাকি তিনদিন। ৩১শে মার্চের মধ্যে আধার কার্ড ও প্যান কার্ড সংযুক্ত না করলে জরিমানা দিতে হতে পারে আপনাকে। আধার এবং প্যান কার্ডের সংযুক্তিকরণ না করলে ১ হাজার টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হতে পারে। সর্বশেষ আর্থিক বিলে এই কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। দুটো কার্ড সংযুক্তিকরণ না করলে ১ এপ্রিল থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে।
২০১৯ সাল থেকে আয়কর জমা দেওয়ার ক্ষেত্রে আধার কার্ড ও প্যান কার্ড বাধ্যতামূলক হয়। এরপর সংসদের ২০২১-এর আর্থিক বিলে বলা হয় ৩১শে মার্চের মধ্যে আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক না করলে ১০০০টাকা পর্যন্ত জরিমানা করা হবে।
তথ্য অনুযায়ী, ১২০ কোটি মানুষের আধার নম্বর আছে। ৪১ কোটি দেশবাসীর আছে প্যান কার্ড নম্বর। ২২ কোটি প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করা হয়েছে।
আধার কার্ড ও প্যান কার্ড সংযুক্তকরণ পদ্ধতি:
১- ওয়েবসাইট মারফত:
incometaxindiaefiling.gov.in -এ যেতে হবে।
পোর্টালের বাঁ দিকে লিঙ্ক আধারে ক্লিক করতে হবে।
প্যান এবং আধার নম্বর দিতে হবে।
ক্যাপচা লিখে লিঙ্ক আধারে ক্লিক করতে হবে।
ভেরিফেকশন হয়ে গেলে প্যান আধারের লিঙ্ক স্ট্যাটাস দেখা যাবে।
২- এসএমএস মারফত:
UIDPAN লিখে ১২ ডিজিটের আধার নম্বর এবং ১০ ডিজিটের প্যান নম্বর লিখে 567678 বা 56161 নম্বরে SMS করে আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করা যাবে।
প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করার জন্য অফলাইন এবং অনলাইন দুটি পদ্ধতি অবলম্বন করা যাবে।
যদি আপনি স্ট্যাটাস দেখতে চান:
www.incometaxindiaefiling.gov.in/aadhaarstatus গিয়ে আধার এবং প্যান কার্ড লিখতে হবে। আধারের লিঙ্ক স্ট্যাটাসে ক্লিক করতে হবে। এরপর স্ক্রিনে আসবে স্ট্যাটাস।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊