আজ দোল পূর্ণিমা। বসন্ত পূর্ণিমার অপূর্ব রাতের আকাশে আজ দেখা যাবে 'সুপারমুন'।
নাসার একটি বিবৃতিতে জানানো হয়েছে, ভারতীয় সময় রবিবার রাত ১২টা ১৮ মিনিটে নিজের কক্ষপথে প্রদক্ষিণ করতে-করতে পৃথিবীর সব চেয়ে কাছে চলে আসবে চাঁদ। ফলে চাঁদকে আমরা বেশ বড় আকারের দেখতে পাবো। আমাদের চোখে তা হবে 'সুপারমুন'। প্রায় ৩ দিন ধরে এই সুপারমুন দৃশ্য়মান হবে।
এটিই এ বছরের প্রথম সুপারমুন। নাসা সূত্রে জানা যাচ্ছে, এ বছর একাধিক সুপারমুন দেখা যাবে।
এই সুপারমুনের নাম worm moon।
আমেরিকান কৃষকদের দিনপঞ্জি অনুযায়ী, এই সময় নাকি জমিতে খুব পোকামাকড় দেখা যায়।
মার্চ মাসে যে সুপার মুন দেখা যায় তা কখনও 'সুগার মুন, কখনও স্যাপ মুন আবার কখনও ক্রো মুন বলা হয়।
আমেরিকার উত্তরের দিকের উপজাতিরা এই চাঁদকে 'ক্রো মুন' বলে থাকে। শীতের শেষে এই সময় কাকের ডাকে বোঝা যায় শীতের সমাপ্তি। আর সেই থেকেই এমন মার্চ মাসের চাঁদের নাম 'ক্রো মুন'।
এদিকে, দক্ষিণের দিকের উপজাতিরা এই চাঁদকে 'ওয়ার্ম মুন' বলে। যখন হিমবাহ উত্তর আমেরিকাকে ঢেকে দেয়, তখন 'আর্থ ওয়ার্ম' (কেঁচো) সরিয়ে দেয়। আর তারপর হিমবাহ সরে গেলে সেখানের বনজঙ্গল কেঁচোবিহীন হয়ে যায়। সেই থেকে এই চাঁদ 'ওয়ার্ম মুন' নাম পায়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊