ফের বাড়লো গ‍্যাসের দাম




ফের বাড়লো গ‍্যাসের দাম। দফায় দফায় বেড়েই চলছে রান্নার গ‍্যাসের দাম। ফলে মধ‍্যবিত্তদের মাথায় হাত। আড়াই মাসে ২২৫টাকা বৃদ্ধি পেলো গ‍্যাসের দাম। ডিসেম্বর ও ফেব্রুয়ারি মাসে দফায় দফায় প্রায় ১০০টাকা করে দাম বাড়ানো হয়েছে। গত চার দিন আগেই বেড়েছে ২৫টাকা। এবার মার্চের প্রথমদিনেই বাড়লো ২৫টাকা। 




রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস সংস্থা জানিয়েছে মার্চের ১ তারিখ থেকে ১৪.২ কিলোগ্রামের ভর্তুকিহীন সিলিন্ডারের দাম কলকাতায় ২৫ টাকা বেড়ে হচ্ছে ৮৪৫.৫০ টাকা। ১৯ কিলোগ্রামের বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে ৯৭.৫০ টাকা। নতুন দাম ১৬৮১.৫০ টাকা। তবে ভর্তুকি কি হবে সে সম্পর্কে কিছু জানা যায়নি‌। 







লাগাতার হু হু করে বাড়ছে গ‍্যাসের দাম। বাড়ছে পেট্রোল ডিজেলের মূল‍্য। কিন্তু এবিষয়ে একটি বাক‍্য ব‍্যয় করছে না কেন্দ্র সরকার। মূল‍্য বৃদ্ধির জেরে অথই জলে মানুষ। এত পরিমাণে জ্বালানির মূল‍্য বাড়তে থাকলে আরো বেশ কিছু জিনিসের মূল‍্য যে বাড়বে তা বলাই বাহুল‍্য। এদিকে বিরোধী দল গুলি মুখ খুললেও সে বিষয়ে স্তব্ধ থাকছে কেন্দ্র। তবে কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী জ্বালানির এই মূল‍্য বৃদ্ধি বিগত সরকারের ওপর দায় চাপিয়েছেন।