রাতভর সমগ্র ময়না জুড়ে চলল দুষ্কৃতীদের তাণ্ডব!
ময়না, সুজিত মণ্ডল:
মঙ্গলবার রাতভর ময়না জুড়ে চলল দুস্কৃতিদের তাণ্ডব। এমনটাই অভিযোগ স্থানীয়দের। ভাঙা হয় পার্টি অফিস। এমনকি রাস্তায় দাড়িয়ে থাকা মানুষকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ।
প্রত্যক্ষদর্শীর বিবরণ থেকে জানা যায় রাত 11 টা নাগাদ 50 থেকে 60 টি বাইক নিয়ে আসে ময়নার হোগলাবাড়ি বিজেপির কার্যালয়ের সামনে। লোহার রড দিয়ে কার্যালয়ের দরজা সহ সমস্ত জিনিসপত্র ভাঙচুর করে। ফ্লেক্স ছিড়ে ফেলে দেয়। ভাঙচুরের আওয়াজ শুনে স্থানীয় এক মহিলা ছুটে আসেন তিনি শঙ্খধ্বনি করতে থাকেন। তখন দুষ্কৃতীরা তাকে মারধর করতে শুরু করে। এই রাতেই ময়না আরো এক জায়গায়, কিয়ারানা বাজারে রেস্টুরেন্টে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। একই দিনে কৃপাসিন্ধু মোড়ে একটি মাছের আরত এর গাড়িসহ আরতের ঘরের ভেতরে সমস্ত জিনিস ভাঙচুর করে দেয়।
তার সাথে খবর পাওয়া যায় যে বিজেপির এক বুথের বুথ সভাপতি নীল কমল মাইতি নামে এক ব্যক্তিকে কয়েক জন দুষ্কৃতী ধরে মারধর করতে শুরু করে এবং তার বন্ধু কলার ধরে টেনে নিয়ে চলে যায় রাতের অন্ধকারে। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় যে রাত দেড়টার সময় ময়না থানার পুলিশ এসে একজনকে গ্রেপ্তার করে।
সমগ্র ময়না জুড়ে রাতভর দুস্কৃতিদের তাণ্ডব
Posted by Sangbad Ekalavya on Wednesday, March 24, 2021
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊