মমতার অসুস্থতার জের ভোটের ইস্তেহার প্রকাশ স্থগিত তৃণমূলের 





একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী স্বয়ং মমতা বন্দোপাধ‍্যায়। গতকাল মনোনয়ন পত্র জমা দিয়েছেন তিনি। আর মনোনয়ন পত্র জমা দিয়ে একাধিক মন্দিরে যান মমতা। আর এদিনেই নন্দীগ্রামে পায়ে চোট পেয়ে গুরুতর জখম হন। জানা যাচ্ছে লিগামেন্টে আঘাত রয়েছে, পায়ে ধরেছে চিড়। এরপরেই নির্বাচনী ইস্তাহার প্রকাশ স্থগিত করে দিল তৃণমূল। 




আজ বৃহস্পতিবার একুশের নির্বাচনের ইস্তাহার প্রকাশ করার কথা ছিল রাজ‍্য শাসক দল তৃণমূল কংগ্রেসের। কিন্তু নন্দীগ্রামে গিয়ে আহত হওয়ায় আজ আর ইস্তাহার প্রকাশ করা হবে না। নন্দীগ্রামে তৃণমূলনেত্রী মমতা বন্দোপাধ‍্যায়ের বিপক্ষে রয়েছে বিজেপি থেকে শুভেন্দু অধিকারী। ফলে মমতা-শুভেন্দু ভোট যুদ্ধ দুই হেভিওয়েটের লড়াই বলেই মনে করা হচ্ছে। অন‍্যদিকে সিপিআইএম-র পক্ষ থেকে রয়েছে মীনাক্ষি। 




গতকাল মনোনয়ন জমা দিয়ে কলকাতায় ফেরার কথা থাকলেও সূচি পাল্টে নন্দীগ্রামেই থাকার সিদ্ধান্ত নেন মমতা। মনোনয়ন জমা দেওয়ার পর বেশ কয়েকটি মন্দিরে যান তিনি। আর সন্ধ্যায় মন্দির থেকে বেরনোর সময়েই ধাক্কাধাক্কিতে জখম হন মমতা। পায়ে চোট লেগেছে তাঁর। তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। তাঁর দাবি, চক্রান্ত করে তাঁকে ধাক্কা মারা হয়েছে। মমতার অসুস্থতার জেরে ইস্তাহার প্রকাশ স্থগিত করলো তৃণমূল।