Latest News

6/recent/ticker-posts

Ad Code

৫০ তম জাতীয় সুরক্ষা সপ্তাহ উদযাপন




৫০ তম জাতীয় সুরক্ষা সপ্তাহ উদযাপন 




সারাদেশের সাথে কার্তিকা ৩৩/১১ কে,ভি সাব স্টেশনেও ওয়েস্ট বেঙ্গল ষ্টেট ইলেক্ট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উদ্যোগ ৫০ তম জাতীয় সুরক্ষা সপ্তাহ উদযাপন করা হল বুধবার।



কার্তিকা ৩৩/১১ কে,ভি সাব স্টেশন প্রাঙ্গনে স্থায়ী অস্থায়ী কর্মীদের নিয়ে সুরক্ষা সম্বলিত নানাবিধ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে গৌরবময় উপস্থিতি মাননীয় Dy.CMOH II ডা. অঞ্জন কুমার মল্লিক, BMOH,Alipurduar II ডা.অঞ্জন মল্লিক, ওয়েস্ট বেঙ্গল ষ্টেট ইলেক্ট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আলিপুরদুয়ার রিজিওন এর ম্যানেজার এইচ আর এন্ড এ প্রীয়দর্শিনী মিত্র,আলিপুরদুয়ার ডিভিশনের Assistant Engineer (Tech) ঋত্তিক বর্মন,শামুকতলা কাস্টমার কেয়ার সেন্টারের স্টেশন ম্যানেজার বিষ্ণুপদ বর্মন,পুরান বাজার কাস্টমার কেয়ার সেন্টারের স্টেশন ম্যানেজার সৌতন চৌধুরী, জয়গা কাস্টমার কেয়ার সেন্টারের স্টেশন ইনচার্জ শঙ্খব্রত পাল,কন্ট্রাক্টর এসোসিয়েশনের সভাপতি রূপক সেন প্রমূখ। 



প্রতিযোগিতামূলক সুরক্ষা বিষয়ক নানাবিধ অনুষ্ঠান সহ ক্যুইজ অনুষ্ঠিত হয়। বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়। বিদ্যুৎ কর্মীদের মধ্যে সচেতনতা বাড়াতে ছোট ছোট নাটকও পরিবেশিত হয়।ওই নাটকের কুশিলব ছিলেন বিদ্যুৎ কর্মীরাই।সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন আলিপুরদুয়ার রিজিওন অফিসের জুনিয়র ম্যানেজার (ও.ও) উৎসেন্দু তালুকদার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code