SIR ভেরিফিকেশনে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
নির্বাচনী ভেরিফিকেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলায় বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিল, এসআইআর (SIR) ভেরিফিকেশনের ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে অবশ্যই গ্রহণযোগ্য নথি হিসেবে বিবেচনা করতে হবে।
এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল, ভেরিফিকেশনের জন্য নির্ধারিত নথির তালিকায় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অন্তর্ভুক্ত নয়। কমিশনের যুক্তি ছিল, দশম শ্রেণির অ্যাডমিট কার্ডকে বৈধ পরিচয়পত্র বা নথি হিসেবে অনুমোদন করা সম্ভব নয়। এই সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়।
মামলার শুনানিকালে বিষয়টি নিয়ে সরব হয় তৃণমূল কংগ্রেস। দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতের ভিতরেই অভিযোগ করেন, নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করছে না, যার ফলে বহু মানুষের ভেরিফিকেশন প্রক্রিয়া বাধার মুখে পড়ছে।
সব পক্ষের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের অবস্থান খারিজ করে দেয়। আদালত জানায়, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড একটি গুরুত্বপূর্ণ শিক্ষাগত নথি এবং এসআইআর ভেরিফিকেশনের ক্ষেত্রে তা অবশ্যই বিবেচনা করতে হবে। নির্বাচন কমিশনকে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
এই রায়কে সাধারণ মানুষের জন্য স্বস্তির বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। বিশেষ করে যাঁদের কাছে অন্য নথি নেই, তাঁদের ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ভেরিফিকেশনে বড় ভূমিকা নেবে বলেই মত পর্যবেক্ষকদের।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊