Latest News

6/recent/ticker-posts

Ad Code

পায়ে হেঁটে প্রচার ও জনসংযোগ দিনহাটা ৭নং বিধানসভার বাম কংগ্রেস সংযুক্ত মোর্চার প্রার্থী আব্দুল রউফ

 


WEST BENGAL ASSEMBLY ELECTION LIVE UPDATE: 

পায়ে হেঁটে প্রচার ও জনসংযোগ দিনহাটা ৭নং বিধানসভার বাম কংগ্রেস সংযুক্ত মোর্চার প্রার্থী আব্দুল রউফ



বুড়িরহাট 2নং জিপির জিৎপুর , টালা পাকা ,মার্নেয়া 1, লাঙ্গলিয়া ,ছোট শাক দল, পূর্ব পশ্চিম,12কিলোমিটার পায়ে হেঁটে প্রচার ও জনসংযোগ দিনহাটা ৭নং বিধানসভার বাম কংগ্রেস সংযুক্ত মোর্চার প্রার্থী আব্দুল রউফ। এর পাশাপাশি দিনহাটা ১নং ওয়ার্ডেও প্রচার চালিয়েছেন। 


দিনহাটা বিধানসভায় চতুর্থ দফায় ভোট। আগামী ১০ই এপ্রিল নির্বাচন তার প্রাক্কালে প্রার্থীরা প্রচার আরম্ভ করেছে জোর কদমে। তৃণমূল প্রার্থী উদয়ন গুহ ও বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে ভোট যুদ্ধে টেক্কা দিতে প্রচারে বাম কংগ্রেস জোট প্রার্থী আব্দুল রউফ।



প্রতিদিনের ন্যায় আজকেও প্রচারে আব্দুল রউফ। দেখে নেওয়া যাক কি বলছেন তিনি- 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code