প্রকাশিত হল JEE Main 2021 এর ফল



প্রকাশিত হল JEE Main 2021 এর ফলাফল। ন্য়াশনাল টেস্টিং এজেন্সি(NTA) সর্বভারতীয় জয়েন্টের মেন (JEE Main) পরীক্ষার ফল প্রকাশ করে এদিন। jeemain.nta.nic.in-এ পরীক্ষার্থীরা তাঁদের রেজাল্ট চেক করতে পারবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল এক টুইট করে জানিয়েছেন, 'JEE Main February-র ফলাফল প্রকাশিত হয়েছে। গত বছর পর্যন্ত ৩টি ভাষায় পkরীক্ষা নেওয়া হয়েছিল। এবার তা নেওয়া হয়েছে ১৩টি ভাষায়। দশ দিনে ফলাফল প্রকাশিত হল। এনটিএর এটি একটি বড় প্রাপ্তি।'







NTA jee main এর অফিশিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in এ গিয়ে 'JEE Main 2021 Result' লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশন নম্বর ও অন্যান্য বিস্তারিত তথ্য দিয়ে ফলাফল চেক করা যাবে। এমনকি প্রিন্ট কিংবা ডাউনলোডও করা যাবে। উল্লেখ্য, এবছর মোট ৬,৬১,৭৭৬ জন পরীক্ষার্থী এবার JEE Main পরীক্ষায় বসেছিলেন। কঠোর করোনা সতর্কতার মধ্যে এবছর ২৩ ও ২৬ ফেব্রুয়ারি ওই পরীক্ষা নেওয়া হয়।