আর সাত আসনের প্রার্থী ঘোষনা করলো ISF
২৭শে মার্চ থেকে নবান্ন দখলের লড়াই শুরু। আট দফায় বিধানসভা নির্বাচনে এবার লড়ছে তৃণমূল, বিজেপি ও সংযুক্ত মোর্চা। এবারের নির্বাচনে বাম, কংগ্রেস ও আইএসএফ জোট বেঁধে লড়াইয়ে নেমেছে। আসন বন্টনের পর ধাপে সংযুক্ত মোর্চার প্রার্থী তালিকা প্রকাশ করা হচ্ছে। আইএসএফ এর আগে প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ এবার দ্বিতীয় দফায় ফের সাতজন প্রার্থীর নাম ঘোষনা করলো তাঁরা।
আসন ও প্রার্থীর নাম:
মধ্যমগ্রাম: বিশ্বজিৎ মাইতি
দেগঙ্গা: করিম আলি
হাড়োয়া: ফিরোজ মোল্লা
ক্যানিং পূর্ব: গাজি শাহাবুদ্দিন সিরাজী
মগরাহাট পশ্চিম: মইদুল ইসলাম মোল্লা
ভাঙড়: নওশাদ সিদ্দিকি
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষনার কিছুদিন আগেই আব্বাস সিদ্দীকি আইএসএফ নতুন দলের ঘোষনা করে। এরপর, প্রথমবার বাংলার বিধানসভা নির্বাচনে সামিল হতে বাম-কংগ্রেসের জোটে অংশগ্রহন করে আইএসএফ।
জাঙ্গিপাড়া শেখ মইনুদ্দিন
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊