Latest News

6/recent/ticker-posts

Ad Code

2022 ICC Women's World Cup -এর থিম সং সামনে এলো

2022 ICC Women's World Cup -এর থিম সং সামনে এলো 




নিউজিল্যান্ডের গায়িকা জিন উইগমোরের 'গার্ল গ্যাং'কে ২০২২ আইসিসি মহিলা বিশ্বকাপের [2022 ICC Women's World Cup] অফিশিয়াল গান হিসাবে ঘোষণা করা হয়েছে। টুর্নামেন্টটি আগামী বছর নিউজিল্যান্ডে 4 মার্চ থেকে 3 এপ্রিল, 2022 পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে।




আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বুধবার উইন্ডমোরকে বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে সৈকতে স্কাইডাইভিং করে মাউন্টেনগুই বিচে এক ইভেন্টে এই ঘোষণা দেয়।





জিন উইগমোরে জানিয়েছেন- আই সি সি যখন জানিয়েছিলো তখন সত্যিই আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমার গান বিশ্বজুড়ে শুনবে এটা ভেবেই আমি আপ্লুত।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code