তৃতীয় একদিনের ম্যাচে ৭ রানে জয় পেল ভারত।
জয়ের জন্য শেষ ২ ওভারে ইংল্যান্ডের দরকার ১৯ রান। হাতে ২ উইকেট।
শার্দুল ঠাকুরের চতুর্থ উইকেট রশিদ
৩২ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ৭ উইকেটে ২০৯
ডেভিড মালান (৫০), জস বাটলার (১৫) ও লিয়াম লিভিংস্টোনকে (৩৬)। ফেরালেন শার্দুল ঠাকুর।
জস বাটলারকে ফেরালেন শার্দুল ঠাকুর। ১৫ রান করেন বাটলার। ৯৫ রানে ৪ উইকেট হারাল ইংল্যান্ড
৩৫ রান করেন স্টোকসকে ফেরালেন নটরজন।
৬ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ৪১।
ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকসকে ফেরালেন টি নটরাজন। ৩৫ রান করেন স্টোকস। ৬৮ রানে ৩ উইকেট হারাল ইংল্যান্ড।
৬ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ৪১।
চার বলে এক রান করলেন বেয়ারস্টো। তিন ওভারে ইংল্যান্ডের স্কোর দু'উইকেট ২৮ রান। বেয়ারস্টোকে ফেরালেন ভুবি।
প্রথম পাঁচ বলে ১৪ রান তুলেছিল ইংল্যান্ড। কিন্তু ষষ্ঠ বলে শেষ হাসি হাসেন ভুবনেশ্বর কুমার।এক ওভারে ইংল্যান্ডের স্কোর এক উইকেটে ১৪ রান।
ভারতের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করেন ঋষভ পন্থ। শিখর ধবন করেন ৬৭ রান। হার্দিক পাণ্ড্য ৬৪ রান করেন। রোহিত শর্মা করেন ৩৭ রান। অধিনায়ক বিরাট কোহলি করেন মাত্র ৭ রান। শার্দুল ঠাকুর ৩০ ও ক্রুণাল পাণ্ড্য ২৫ রান করেন।
ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নিলেন মার্ক উড। ২ উইকেট নেন আদিল রশিদ। একটি করে উইকেট নেন স্যাম কারান, রেসি টপলি, বেন স্টোকস, মইন আলি ও লিয়াম লিভিংস্টোন।
৪৮.২ ওভারে ৩২৯ রানে অলআউট ভারত
৪৩.৪ ওভারে ভারতের স্কোর 307/6
হার্দিকের সেঞ্চুরি
A quick-fire FIFTY from @hardikpandya7. This is his 7th in ODIs.
— BCCI (@BCCI) March 28, 2021
Live - https://t.co/wIhEfE5PDR #INDvENG @Paytm pic.twitter.com/blrBH378IN
হাফ সেঞ্চুরি হার্দিকের
দলের স্কোর তখন ৫ উইকেটে ২৫৬।
৬২ বলে ৭৮ রানের ঝলমলে ইনিংস খেলে আউট পন্থ।
একদিনের ম্যাচে তৃতীয় হাফ সেঞ্চুরি পন্থের
FIFTY!@RishabhPant17 brings up his 3rd ODI half-century with a maximum 💪💪
— BCCI (@BCCI) March 28, 2021
Live - https://t.co/wIhEfE5PDR #INDvENG @Paytm pic.twitter.com/DXqimiEyKE
৩০ ওভারে ভারতের রান ৪ উইকেটে ২০৬।
পন্থ ৪১ ও হার্দিক ৩৪ রানে ব্যাট করছেন।
২৪.২ ওভারে ১৫৭ রানে চতুর্থ উইকেটের পতন
৭ রান করে লিভিংস্টোনের বলে আউট কেএল রাহুল
কোহলিকে আউট করলেন মইন আলি
সাত রান করে আউট ভারতের অধিনায়ক কোহলি
দুটি উইকেটই নেন রশিদ
৫৬ বলে ৬৭ রান করে প্যাভিলিয়নে ধবন
৩৮ রান করে আউট হন রোহিত
১৪.৪ ওভারে ১০৩ রানে প্রথম উইকেট হারায় ভারত।
১২ ওভারের শেষে ভারতের রান বিনা উইকেটে ৮৪।
ছয় ওভার শেষে ভারতের রান বিনা উইকেটে ৩৬।
ভারতের প্রথম একাদশ-রোহিত শর্মা, শিখর ধবন, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ, হার্দিক পান্ড্য, হার্দিক পান্ড্য, ক্রুণাল পান্ড্য, শার্দুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার, প্রসিদ্ধ কৃষ্ণ ও টি নজরাজন
ইংল্যান্ডের প্রথম একাদশ-জেসন রয়, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, ডেভিড মালন, জস বাটলার, লিয়াম লিভিংস্টোন, মইন আলি, স্যাম কুরান, আদিল রশিদ, রিস টোপলে ও মার্ক উড
তৃতীয় একদিনের ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল ইংল্যান্ড।
আজ যে দল জিতবে সিরিজ তার পকেটে
আপাতত সিরিজের ফলাফল ১-১
ভারত ও ইংল্যান্ড একদিনের সিরিজে তৃতীয় তথা শেষ ম্যাচ আজ
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊