ICC-র ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন রবিচন্দ্রন অশ্বিন
ফেব্রুয়ারি মাসের বিশ্বের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন ভারতের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। মঙ্গলবার বিশ্বের ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসির তরফে এই ঘোষণা করা হয়। অশ্বিনের সঙ্গে ইংল্যান্ড অধিনায়ক জো রুট ও ওয়েস্ট ইন্ডিজের নবাগত কাইল মেয়ারসকে এই খেতাবের দৌড়ে ছিলেন। কিন্তু সবাইকে টপকে সেই খেতাব জিতলেন অশ্বিন।
সদ্যসমাপ্ত ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ২৪টি উইকেট নেন তিনি এবং ম্যান অফ দ্য সিরিজও নির্বাচিত হন। পারফরমেন্সে ভর করেই সেরা নির্বাচিত হলেন তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ওঠে ভারত অশ্বিনের দুরন্ত পারফরমেন্সে। প্রসঙ্গত, এই সিরিজে একটি অনবদ্য শতরানও করেন তিনি।
রুট ভারতের বিরুদ্ধে সিরিজে ৩৩৩ রান করেন ও ৬টি উইকেট নেন। অপরদিকে কাইল মেয়ারস অভিষেকেই ২১০ রান করে বাংলাদেশের বিরুদ্ধে দেশকে অনবদ্য জয় এনে দেন। এদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে চারটি টেস্টের মধ্যে তিনটিতে খেলেন অশ্বিন। একটি শতরানসহ তিন টেস্টে ১৭৬ রান ও ২৪টি উইকেট নেন অশ্বিন। আহমেদাবাদে তৃতীয় টেস্টে ৪০০ টেস্ট ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন অশ্বিন।
ইংল্যান্ডের ট্যামি বিউমন্ট মহিলাদের মধ্যে সেরা ক্রিকেটার হিসেবে মনোনীত করা হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊