DA নিয়ে সরকারি কর্মীদের জন্য সুখবর





সরকারী কর্মীদের জন‍্য সুখবর। জানআ যাচ্ছে আগামী জুলাই থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা তাঁদের বকেয়া ডিএ পাবেন। এই বকেয়া ডিএ তিনটি ইন্সটলমেন্টে দেওয়া হবে বলে খবর। পেনশনভোগীদের ডিআর ইন্সটলমেন্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। 




এক লিখিত প্রশ্নের উত্তরে আজ কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, সরকারী কর্মীদের আটকে থাকা ডিএ দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী জুলাই থেকে আটকে থাকা দিওয়া হবে। মঙ্গলবার তিনি আরও জানান, ডিএ বৃদ্ধি বন্ধ থাকার জেরে সরকার ৩৭,০০০ কোটি টাকা বাঁচিয়েছে। সেই টাকা কোভিড মোকাবিলায় খরচ করা হয়েছে। এবার বকেয়া ৩ ডিএ ও ডিআর দেশের ৬০ লাখ কর্মী ও ৫০ লাখ পেনশন ভোগীর মুখে হাসি ফোটাবে।




বর্তমান কেন্দ্রীয় সরকারি কর্মীরা ১৭ শতাংশ ডিএ পান। গত বছর কেন্দ্রীয় সরকারি কর্মী ডিএ ৪ শতাংশ বাড়ানো হলেও করোনা পরিস্থিতির জেরে তা আর কার্যকর হয়নি। তবে এবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হল সেই বকেয়া ডিএ জুলাই মাস থেকে পাবে কর্মীরা।