৪০-এও মোহময়ী অভিনেত্রী শ্বেতা তিওয়ারি
৪০টি বসন্ত পার করেও মোহময়ী অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। বিনোদন দুনিয়া থেকে ভার্চুয়াল সর্বত্র তার ছাপ দিয়ে সমানভাবে তাল মিলিয়ে চলছেন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কিছু ছবি পোস্ট করেছেন শ্বেতা। যা ইতিমধ্যে ভাইরাল হ্যে গেছে। পুরোপুরি হট লুকে ধরা দিলেন তিনি।
হালকা খয়েরি রঙের গাউন পরে একটি ফটো শ্যুটের জন্য ছবি তোলেন শ্বেতা। যা সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন শ্বেতা। হাই শ্লিট কাটের হালকা খয়েরি রঙের গাউন খোলা চুলে নিজেকে মোহময়ী করে তুলেছেন ৪০ বছরের এই অভিনেত্রী। এখনও চির নবীন বলেও মন্তব্য করছেন অনুরাগীরা। শ্বেতার দুই সন্তান। দুই সন্তানের মা হলেও বয়সের ছাপ যেন তাঁকে স্পর্শ করেনি এমনটাই মনে হচ্ছে।
টেলি সিরিয়ালের মাধ্যমেই অভিনয় জগতে প্রবেশ শ্বেতার। তাঁর প্রেরণা চরিত্র আজও দর্শকদের মনের কোণে রয়ে গিয়েছে। এছাড়াও একাধিক ছবিতে অভিনয় করেছেন শ্বেতা। বিগ বস ফোরে বিজয়ীও হন তিনি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊