Latest News

6/recent/ticker-posts

Ad Code

কারও সঙ্গে জোট নয়, তিন আসনের প্রার্থী ঘোষণা করল বিনয় তামাং গোষ্ঠী




কারও সঙ্গে জোট নয়, তিন আসনের প্রার্থী ঘোষণা করল বিনয় তামাং গোষ্ঠী





কারও সঙ্গে জোট নয় স্পষ্ট জানালেন বিনয় তামাং। গোর্খা জনমুক্তি মোর্চার বিনয় তামাং গোষ্ঠীর বিনয় তামাং রবিবার সাফ জানালেন কারও সঙ্গে জোট নয় একাই লড়বে পাহাড়ে। তবে পাহাড়ে জোট না হলেও সমতলে তৃণমূলকেই সমর্থন করবেন বলেও জানালেন তিনি। তবে তাঁদের লড়াই মূলত বিজেপির বিরুদ্ধে তাও স্পষ্ট করলেন তিনি। তিন আসনের প্রার্থী ঘোষণার পাশাপাশি ৫২ পয়েন্টের ইস্তেহার প্রকাশ করেছে। গুরুত্ব দেওয়া হয়েছে ক্যাজুয়াল কর্মীদের স্থায়ী করার উপরে।




প্রার্থী তালিকা-

কালিম্পং - রুদ্র সাদহা লেপচা

দলের কোর কমিটির সদস্য রুদ্র সাদহা লেপচা।

দার্জিলিং - কেশব রাজ পোখরাল

কেশব রাজ পোখরাল দলের মুখপাত্র।

কার্শিয়াং- সেরিং লামা(ঢাল)

সেরিং জিজেএম ২ এর শিক্ষা সেলের সদস্য ছিলেন।




বিনয় তামাং বলেন, আমাদের লড়াই বিজেপির সঙ্গে। বিমল গুরুংয়ের সঙ্গে আমাদের কোনও লড়াই নেই। তবে কারও সঙ্গে আমরা জোট করছি না। একাই লড়াই করব। তবে কেউ যদি সমর্থন করে তাহলে অন্য কথা। সমতলে আমরা আমরা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করব। প্রয়োজনে তৃণমূলের হয়ে প্রচারও করব।




আগামী ২৩ মার্চ পাহাড়ে প্রার্থী ঘোষণা করবে গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং গোষ্ঠী। পাশাপাশি এখনও পর্যন্ত বিজেপি বা জিএনএলএফ প্রার্থী ঘোষণা করেনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code