ব্রাইডাল সাজে বর খুঁজছে সারা, এল বহু প্রস্তাব





বলিউডের অন‍্যতম গ্ল‍্যামার গার্ল সারা আলি খান। যেমন তাঁর ফিটনেস তেমনি তাঁর সাঁঁজগোজ। একদম অপ্সরা। সম্প্রতি মনীশ মালহোত্রার ডিজাইন করা লেহেঙ্গায় ব্রাইডল লুকে ফটোশ‍্যুট করেছেন এই অভিনেত্রী। যা সোশ‍্যাল হ‍্যাণ্ডেলে শেয়ার করতেই এই সুন্দরী অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। তবে শুধু ছবিই শেয়ার করেননি চমকপ্রদ ক‍্যাপশন দিয়েছেন সারা। 




এদিন সারা সোশ‍্যাল হ‍্যাণ্ডেলে ব্রাইডাল লুকের ছবি শেয়ার করে ক‍্যাপশনে লেখেন, ‘বিয়ের কোনও প্রস্তাব আছে ? মেয়ে সুশীল, ঘরোয়া এবং সংস্কারি'। কনে সেজে এবার বর খুঁজতে সোশ‍্যালে আসা সারার পড়নে ছিল ব্রাউনের ওপর গোল্ডেন কাজ করা রাজকীয় লেহেঙ্গা। গলায় ভারি গহনা। হাতে কাজ করা এই লেহেঙ্গার ফটোশ্যুট হয় জয়পুরের দ্য লীলা প্যালেসে।




তাঁর এই পোস্ট লক্ষ লক্ষ পুরুষকে প্রভাবিত করেছে পোস্ট করার সাথে সাথেই শুরু হয়ে যায় বিয়ের প্রস্তাবের বন‍্যা। কমেন্ট বক্সজুড়ে উপচে পড়া কমেন্টে ভেসে এসেছে যেমন প্রশংসা তেমনিই বিয়ের প্রস্তাব।