'গেট ওয়েল সুন, মাই কুইন' ট্যুইট মিমির; ভিডিও শেয়ার করলেন নুসরত



বিশ্বজিৎ দাসঃ 

নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আঘাতের অভিযোগ উঠেছে । বা পায়ে গুরুতর চোট নিয়ে নন্দীগ্রাম থেকে গ্রিন করিডোর বানিয়ে অবিলম্বে তাঁকে নিয়ে আসা হয়েছে কলকাতায়। 


মুখ্যমন্ত্রীর এসএসকেএম-এ  চিকিৎসা চলছে। এই ঘটনায় চক্রান্তের অভিযোগ তুলেছেন মমতা। তাঁর অভিযোগ, ৪-৫ জন ইচ্ছাকৃতভাবে তাঁকে ধাক্কা মারে। সেইসময় তাঁর কাছাকাছি কোনও স্থানীয় পুলিশ আধিকারিক ছিলেন না বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। এই ঘটনায় ক্ষোভে ফেটে পরে রাজ্যের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক থেকে শুরু করে উঁচু ও নিচু তলার রাজনৈতিক নেতা নেত্রীরা।


অভিনেত্রী সাংসদ নুসরত জাহান এরপরেই ট্যুইটারে ক্ষোভে ফেটে পড়েন। একটি ভিডিও শেয়ার করে নুসরত লেখেন, "আমাদের প্রিয় নেত্রীর ওপর আক্রমণের তীব্র নিন্দা করছি।" 


তাঁর পোস্ট এ বিরোধীদের উদ্দেশ্য করে নুসরত যোগ করেন, "তোমরা দিদির ওপর আঘাত করার চেষ্টা করতে পার, কিন্তু দিদিকে টলাতে পারবে না।" একইসঙ্গে নেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন তৃণমূল সাংসদ।


অভিনেত্রী সাংসদ, মিমি চক্রবর্তীও দিদির সুস্থতা প্রার্থনা করে ট্যুইট করেন। তৃণমূলের অভিনেত্রী সাংসদ, মিমি চক্রবর্তী মমতাকে "কুইন" সম্বোধন করে মিমি মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করেন। 


মিমি লেখেন,"বাংলার মানুষ আপনার জন্য প্রার্থনা করছে। দ্রুত ভালো হয়ে উঠুন।"