চলে গেলেন অডিও ক্যাসেটের জনক




মনে পরে অডিও ক্যাসেটের কথা! মোবাইল ফোন এসে অডিও ক্যাসেট বিদায় নিলেও একটা যুগ তৈরি করেছিলো এই অডিও ক্যাসেট। পাড়ার পূজা প্যান্ডেল থেকে রাজনৈতিক প্রচার, কিংবা বাড়িতে বসে গান শুনতে গ্রামোফোন রেকর্ডের পরেই যার উদ্ভব হয়েছিলো সেটি হলো অডিও ক্যাসেট।

অডিও ক্যাসেট টেপের (Audio cassette tape) উদ্ভাবক ইঞ্জিনিয়র লু ওটেনস (Lou Ottens) প্রয়াত হলেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। নেদারল্যান্ডে নিজের বাড়িতেই তিনি প্রয়াত হয়েছেন তিনি। 

ষাটের দশকে বাজারে আসার পর থেকে এখনও পর্যন্ত বিশ্বব্যাপী আনুমানিক ১০ হাজার কোটি অডিও ক্যাসেট বিক্রি হয়েছে।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, গত সপ্তাহে ডুইজেলে প্রয়াত হন তিনি। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জানায় তাঁর পরিবার। 

ওটেনস ১৯৬০ সালে ফিলিপস-র পণ্য উন্নয়ন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব নেন। সেখানে তিনি ও তাঁর দল ক্যাসেট টেপ তৈরি করেন। ১৯৬৩ সালে বার্লিন রেডিও ইলেকট্রনিক্স মেলায় তা প্রদর্শিত হয়। এরপর গোটা বিশ্বে সফলতা অর্জন করে অডিও ক্যাসেট টেপ। অনেক জাপানি প্রতিষ্ঠান অডিও টেপ বাজারে নিয়ে আসতে শুরু করে। কিন্তু আকারে ঠিক ছিল না সেগুলি। এরপরই নিজের মডেলের ক্যাসেট পেটেন্ট করাতে ফিলিপস এবং সনির সঙ্গে চুক্তি করেন ওটেনস।

ক্যাসেট তৈরির ৫০ বছর পূর্তিতে ওটেনস টাইম ম্যাগাজিনকে জানান, প্রথম দিনটি থেকেই সাড়া ফেলে দিয়েছিল ক্যাসেট। তবে শুধু ক্যাসেট নয়, কমপ্যাক্ট ডিস্ক বা সিডি তৈরির সঙ্গেই জড়িত ছিলেন ওটেনস।