Latest News

6/recent/ticker-posts

Ad Code

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে গান্ধী শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত ভারতের




বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে গান্ধী শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত ভারতের



বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে গান্ধী শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত ভারতের। কিছুদিনের মধ‍্যেই বাংলাদেশ সফরে যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার প্রাক্কালে এই সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। 



বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ বছর ও শেখ মুজিবর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতেই ২৬ মার্চ বাংলাদেশ যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। ঢাকা থেকে ৪০০ কিমি দূরে টুঙিপাড়ায় বঙ্গবন্ধুর জন্মস্থানে যাবেন এব‌ং তাঁর সমাধিস্থলে শ্রদ্ধাজ্ঞাপন করবেন মোদী। 




২০২০ সালের গান্ধী শান্তি পুরষ্কার দেওয়া হবে বঙ্গবন্ধুকে। এই প্রথমবার গান্ধি শান্তি পুরষ্কার মরনোত্তর দেওয়া হবে। 




বাংলাদেশ সফরে গিয়ে মতুয়াদের পীঠস্থান ওলাকান্দিতে গিয়ে মতুয়াদের প্রতিষ্ঠতা হরিচাঁদ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানাবেন মোদী। সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন যেখানে মতুয়াদের একটা বড় অংশ ভোটার রয়েছে। তাই মোদীর এই ভিজিট রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ ঘটনা বলে মনে করা হচ্ছে।জানা গিয়েছে, আগামী ২৭ মার্চ সতখিরায় যশোরেশ্বরী কালী মন্দিরেও যাবেন প্রধানমন্ত্রী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code