ভোটের প্রাক্কালে বোমা ফেটে মৃত এক শিশু, আহত এক 




সামনেই রাজ‍্যে বিধানসভা নির্বাচন। ২৭শে মার্চ থেকে আট দফায় রাজ‍্য জুড়ে নির্বাচন তার প্রাক্কালে রাজ‍্যের বিভিন্ন এলাকায় রাজনৈতিক হিংসার খবর পাওয়া যাচ্ছে। ভোটের প্রাক্কালে বর্ধমান রসিকপুর এলাকায় বোমা ফেটে মৃত্যু হল এক শিশু এবং আহত এক শিশু।



আজ সকালে বর্ধমান পৌরসভার ৩ নং ওয়ার্ডের রসিকপুর সুভাষ পল্লী এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে আজ সকালে সেখ আবরুজ (৭),সেখ ইব্রাহিম (৯)রসিকপুর সুভাষ পল্লী এলাকার যুবক সংঘ ক্লাবের পাসে স্নান করতে এসে ওই দুই শিশু খেলতে খেলতে বোমাটিকে বল ভেবে ছুড়লে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছায় পুলিশ ও বম্ব স্কোয়াড। ঘটনাস্থল ও তাঁর আশেপাশের এলাকা পরীক্ষা নীরিক্ষা করে বম্ব স্কোয়াড ও পুলিশ।



জানা যাচ্ছে, ইতিমধ্যে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেই সম্পর্কে কিছু জানা যায়নি। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। উপস্থিত জনতার দাবি কে বা কারা এই বোমা এখানে রাখল তাঁর তদন্তের দাবি করে শাস্তির দাবি করে। ভোটের মুখে বর্ধমান শহর থেকে কিছুটা দূরেই বোমা কি করে এল তা নিয়ে প্রশ্ন উঠছে।