রাজ‍্যে কাল থেকে শুরু নির্বাচন, চলছে নাকা চেকিং


রাজ‍্যে কাল থেকে শুরু নির্বাচন, চলছে নাকা চেকিং



ধূপগুড়ি, জয়ন্ত বর্মন : 


আগামীকাল থেকে শুরু হচ্ছে রাজ্যে নির্বাচন।আর নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই জেলাজুড়ে তৎপর পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে নাকা চেকিং। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা নির্বাচনের মধ্যে না ঘটে বা বেআইনি ভাবে টাকা এনে তা ভোটের কাজে ব্যবহার করা না হয় বা আগ্নেয় অস্ত্র কোনো ভাবে এলাকায় না ঢোকে সেই সমস্ত দিকগুলোতে নজরদারি চালাতে নাকা চেকিং শুরু করা হয়েছে প্রতিটি জেলায়। 



জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি স্টেশন মোড় এলাকা, ময়নাগুড়ির দোহোমনি এলাকায় চলছে পুলিশি নাকা চেকিং সঙ্গে রয়েছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা । 


শুক্রবার ময়নাগুড়ির দোহোমনি এলাকায় দেখা গেল পুলিশের করা ভূমিকা অর্থাৎ নাকা চেকিং ও তল্লাসি।



নারায়ণ চন্দ্র সরকার বলেন, "আমরা মূলত টাকা নিয়ে যাওয়া হচ্ছে কি না, ক্যাশ মানি কোথাও নিয়ে যাওয়া হচ্ছে কিনা, আগ্নেয়াস্ত্র গাড়িতে করে বহন করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে যাতে নির্বাচনের আগে কোনোভাবেই এলাকায় কনো অশান্তি না ছড়াতে পারে দুস্কৃতিরা বা কালো টাকা নির্বাচনের ক্ষেত্রে অবৈধভাবে ব্যবহার করা না হয়। তার ওপর জোড়কদমে চলছে নজরদারি ও নাকা চেকিং।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ