দিনহাটা কাণ্ডে নয়া মোড়, সিসিটিভি ফুটেজ সামনে আনলেন উদয়ন গুহ




দিনহাটা কাণ্ডে নয়া মোড়। প্রথম থেকেই একদিকে বিজেপি তৃণমূলের দিকে অভিযোগ করেছে। অন্যদিকে তৃণমূল অভিযোগ উড়িয়ে বিজেপি নেতাদের দ্বারা অপমানিত হয়ে আত্মহত্যা করেছে প্রয়াত অমিত সরকার বলে দাবি করে। উদয়ন গুহ এই ঘটনার সিবিআই, সিআইডি তদন্ত পর্যন্ত দাবি করে। গতকাল ফেসবুকে 'সুইসাইডাল নোট' বলে একটি ছবি পোস্ট করেন। এবার আজ সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনলেন উদয়ন গুহ।


দেখুন সিসিটিভি ফুটেজ সহ কি বলছে উদয়ন গুহ-




প্রসঙ্গত, বুধবার কোচবিহার জেলার দিনহাটা শহরের পশু হাসপাতালে দিনহাটা শহর মণ্ডলের বিজেপি সভাপতি অমিত সরকারের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রণক্ষেত্রে পরিণত হয় দিনহাটা। অমিত সরকারের মৃত‍্যু নিয়ে তুমুল শুরু হয়ে যায়। ভাঙচুর হয় তৃণমূলের পার্টি অফিস। কোচবিহার জেলা সাংসদ নিশীথ প্রামানিক ও বিজেপি নেতা দীপ্তিমান সেনগুপ্ত ঘটনাস্থলেই দাবি করেন অমিত সরকারের মৃত‍্যু আত্মহত‍্যা নয় পরিকল্পিত খুন। সরাসরি উদয়ন গুহের ওপরে তোপ দাগেন সাংসদ। এদিকে উদয়ন গুহ খুনের ঘটনা উড়িয়ে দাবি করেন আত্মহত‍্যা। ফেসবুকে অনবরত পোস্ট করেন, পোস্ট করেন অমিত সরকারের পকেট থেকে পাওয়া চিরকুট যা সুইসাইডাল নোট বলেই দাবি উদয়নের। এরপর, পোস্ট মর্টেম রিপোর্ট আত্মহত‍্যা বলেও পোস্ট করেন। উত্তাল দিনহাটার রাজনীতি ঘিরে বিবেক দুবে পর্যবেক্ষনে আসেন বলেও খবর।