বিজেপি নেতার হোটেলে আগুন লাগার ঘটনায় উত্তপ্ত বর্ধমান শহর । অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। যদিও এই অভিযোগ অস্বীকার করেন তৃণমূল কংগ্রেসের বর্ধমান জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক নূরুল আলম।



বিজেপি নেতার হোটেলে আগুন, অভিযোগের তীর তৃণমূলের দিকে 



বুধবার ভোরে বর্ধমানের বাজেপ্রতাপপুর এলাকার বিজেপি নেতা নিত্যানন্দ দাসের হোটেলে আগুন লাগে।নিত্যানন্দ দাস বিজেপির মণ্ডল সভাপতি। তার অভিযোগ এলাকার তৃণমূল কংগ্রেসের নেতারা হোটেলে আগুন ধরানোর কাজে জড়িত। 



নিত্যানন্দ দাস বলেন মাস দুয়েক আগে এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা নুরুল আলম তাকে তৃণমূল পার্টি অফিসে ডেকে হুমকি দেয়।বলে বিজেপি করা যাবে না। পুলিশ আমাদের হাতে আছে।আমাদের হাতে গুণ্ডা আছে।মাঝে মধ্যেই এলাকার তৃণমূল নেতারা তাঁকে হুমকি দেয়। গতকালও নুরুল আলম রাতে বলে যায়,এর দোকানটা কিছু করতে হবে।আজ ভোরে এলাকার একজন টোটো চালক খবর দেয় তার হোটেলে আগুন জ্বলছে। তিনি বলেন গতকাল সন্ধ্যায় বিজেপি কর্মী সমর্থকরা এখানে মিটিং করার জন্য জড়ো হয়েছিল।তখন তৃণমূল কর্মী সমর্থকরা জমায়েত হয়।বর্ধমান থানায় খবর দিলে পুলিশ আসে।কোন অশান্তি না হলেও তৃণমূল নেতা নুরুল আলম ও রবীন নন্দী তাকে হুমকি দেয়।

হোটেলে আগুন লাগার পাশাপাশি হোটেল লাগোয়া বিদ্যুতের ট্যান্সফারেও আগুন ধরে যায়।




এই বিষয়ে বিজেপি তোলা অভিযোগ অস্বীকার করেন তৃণমূল নেতা নুরুল আলম। তিনি বলেন পার্টির কাজকর্ম সেরে অনেক রাতে বাড়ি ফিরেছি।এই সব ঘটনার সঙ্গে তাঁরা যুক্ত নন।আর এখানে বিজেপির কোন সংগঠনই নেই। এসব নিজের হোটেলে আগুন লাগিয়ে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে।শকসর্কিট থেকে এই ঘটনা বলে বলেন নূরুল।