আজ ফের প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি, রয়েছে একাধিক চমক 




আজ ফের প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি। ২৭শে মার্চ থেকে আট দফায় সারা রাজ‍্যজুড়ে বিধানসভা নির্বাচন। তার আগে ধাপে ধাপে প্রার্থী তালিকা প্রকাশ করছে বিজেপি। আজকের প্রার্থী তালিকায় সবচেয়ে বড় খবর নির্বাচনী লড়াইয়ে ঝাঁপালেন মুকুল রায়। কয়েকদিন থেকেই চলছে জল্পনা। সেই জল্পনার অবসান ঘটিয়ে আজ প্রার্থী তালিকায় নাম এল মুকুল রায়ের। 




গতকাল দিল্লিতে গভীর রাত পর্যন্ত বিজেপির নির্বাচনী কমিটির বৈঠক চলে। বৈঠক সেরে সকালে কলকাতায় ফেরেন দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিন্হা ও রাজীব বন্দ্যোপাধ্যায়রা।  বিজেপি নেতারা জানান, প্রার্থী তালিকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের সংসদীয় কমিটি। আজই প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে। সেই মতোই আজ প্রার্থী তালিকা ঘোষনা করলো বিজেপি। 


দেখে নেওয়া যাক তালিকা: 

কৃষ্ণনগর উত্তর : মুকুল রায়

কৃষ্ণনগর দক্ষিণ : মহাদেব সরকার

ধূপগুড়ি : বিষ্ণুপদ রায়

ডাবগ্রাম ফুলবাড়ি: শিখা চট্টোপাধ্যায়

মাটিগাড়া নকশালবাড়ি : আনন্দময় বর্মন

শিলিগুড়ি শঙ্কর ঘোষ

শান্তিপুর জগন্নাথ সরকার

হরিণ ঘাটা অসীম সরকার

পানিহাটি : সন্ময় বন্দ্যোপাধ্যায়

বরানগর : পার্ণো মিত্র

বিধাননগর : সব্যসাচী দত্ত

রাজারহাট গোপালপুর : শমীক ভট্টাচার্য

মিনাখাঁ : জয়ন্ত মণ্ডল

কালনা : বিশ্বজিৎ কুণ্ডু

দমদম : বিমলশঙ্কর নন্দ

রায়গঞ্জ : কৃষ্ণ কল্যাণী

কৃষ্ণনগর উত্তর : মুকুল রায়

হাবড়া : রাহুল সিন্হা

বীজপুর : শুভ্রাংশু রায়

নৈহাটি : ফাল্গুনি পাত্র

ভাটপাড়া: পবন সিংহ

ভবানীপুরে: রুদ্রনীল ঘোষ

বীজপুর: শুভ্রাংশু রায়

বিধাননগর: সব্যসাচী দত্ত

খড়দায়: শীলভদ্র দত্ত

বালিগঞ্জ - লোকনাথ চট্টোপাধ্যায়

পাণ্ডবেশ্বর- জিতেন্দ্র তিওয়ারি

আসানসোল দক্ষিণ- অগ্নিমিত্রা পল

পানিহাটি- সন্ময় বন্দ্যোপাধ্যায়

ইংরেজবাজার- শ্রীরূপা মিত্র চৌধুরী

বৈষ্ণবনগর - স্বাধীনকুমার সরকার

কামারহাটি- অনিন্দ্য (রাজু) বন্দ্যোপাধ্যায় 



--------- download