আলুর বন্ড না মেলার অভিযোগে পথ অবরোধে কৃষকরা



ধূপগুড়ি, জয়ন্ত বর্মন : 


আলুর বন্ড না মেলার অভিযোগে পথ অবরোধে সামিল হলেন কৃষকরা । শুক্রবার সকালে ধুপগুড়ি থেকে বীরপাড়া গামি রাস্তার উপরে বসে পড়েন কৃষকরা। কৃষকদের অভিযোগ দুই দিনের মধ্যে 9 লক্ষ বন্ড শেষ হয়েছে বলে স্টোর কর্তৃপক্ষ তাদের জানিয়েছেন।কিন্তু এখনো বেশিরভাগ কৃষক আলুর বন্ড পায়নি। এমনিতেই এবছর আলুর ফলন অন্যান্যবারের তুলনায় অনেকটাই বেশি পরিমাণের কাজেই চাষের জমি থেকে আলু তুলে এনে এখন কোথায় রাখবেন সেটা ভেবেই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন আলু চাষীরা। উল্লেখ্য এর আগেও ধূপগুড়ি সালবাড়ি এলাকার কৃষকরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এবার হরি মন্দির এলাকায় পথ অবরোধ করলেন কৃষকরা।




পথ অবরোধের জেরে এশিয়ান হাইওয়ে ৪৮ নং জাতীয় সড়কের দুই দিকে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে।


তবে এদিন পথ অবরোধের খবর শুনে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার বিশাল পুলিশবাহিনী। ধুপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা কৃষকদের সঙ্গে কথা বলে পথ অবরোধ তুলে দেয়। হরি মন্দির এলাকার সেই কোল্ড স্টোরের গেট বন্ধ থাকায় এই বিষয়ে স্টোর কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।