ভারতীয় বাজারে এবার এল ই-বাইক, পেট্রোল নয়, একবার চার্জেই চলবে ১৫০কিমি
দিনে পর দিন বেড়েই চলছে পেট্রোলের দাম। ফলে মাথায় হাত বাইক থেকে পেট্রোল দিয়ে চালিত গাড়ির মালিকদের। ফলে পেট্রোলের পরিবর্তে অন্য জ্বালানির চাহিদা বাড়ছে দিন দিন।এদিকে ভারতে একের পর এক লঞ্চ হচ্ছে ই-যান। এবার বাজারে এল ই-বাইক। গোয়ার স্টার্টআপ সংস্থা কবীরা মোবিলিটি এবার নিয়ে আসলো ই-বাইক KM 3000 ও KM 4000।
সংস্থার দাবি, একবার চার্জ দিলে ১৫০ কিলোমিটার চলে এই ই-যান।
Kabira KM 400 নর্মাল ও স্পোর্টস রাইডিংয়ে চলে।
কোম্পানির দাবি, স্পোর্টস মোডে একবার চার্জে ৯০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে, ঘণ্টায় সর্বোচ্চ গতি ১২০ কিলোমিটার।
আরো জানা যাচ্ছে, ৩.৩ সেকেন্ডে এই বাইক ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে পৌঁছতে সক্ষম।
E Mode-এ বাইক ফুল চার্জ হতে সময় লাগবে ৬ ঘণ্টা ৩০ মিনিট।
Boost Mode-এ ৫০ মিনিটে ৮০ শতাংশ চার্জ হবে ব্যাটারির।
ইউনিভার্সাল টাইপ ২ চার্জারে চার্জ করা যাবে।
দুটি বাইকে ব্যবহৃত হয়েছে লিথিয়ম আয়ন (LFP) ব্যাটারি।
KM 3000-র দাম ১,২৬,৯৯০ টাকা। KM 4000-র দাম ১,৩৬,৯৯০ টাকা।
কোম্পানির দাবি, লঞ্চিং হওয়ার পর ৪ দিনে ৫ হাজার বুকিং হয়ে গিয়েছে।
Kabira Mobility KM 4000 Specifications
Mileage-Range150 km/charge
Motor Power-8000 W
Motor Type-BLDC
Charging Time-6 Hours 30 min
Front Brake-Double Disc
Rear Brake-Disc
Body Type-Electric Bike
Braking Type-Combi Brake System
Charging Point-Yes
Speedometer-Digital
Tripmeter-Digital
Continuous Power-5000 W
Drive Type -HubMotor
Motor TypeB-LDC
Motor Power8-000 W
Self Start Only
Battery Ip RatingI-P65
Motor IP RatingI-P67
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊