গাড়িতেই পোশাক বদল জাহ্নবীর, ছবি শেয়ার করলেন নেট দুনিয়ায় 





বলিউডে এখন একটা ভালো পরিচয় জাহ্নবীর। ধড়ক সিনেমার হাত ধরেই বলিউডে পা রাখেন তিনি। ধড়ক বক্স অফিসে তেমন সাড়া না পেলেও ধীরে ধীরে মানুষের মনে জায়গা করে নিয়েছে জাহ্নবী। জাহ্নবীর ফ্রেস লুক নজর কাড়ে নেটিজনদের। গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’ ছবিতে অভিনয় বেশ প্রশংসিত হয় দশর্কমহলে। ‘ঘোস্ট স্টোরিজ’ ছবির একটি মাত্র গল্পে অভিনয় করেছিলেন জাহ্নবী, সেখানেও তার অভিনয় সকলের নজর কাড়ে। 




জাহ্নবী কাপুরে সদ‍্য‍ মুক্তি প্রাপ্ত ছবি ‘রুহি। রুহির প্রমোশন নিয়ে ব‍্যস্ত জাহ্নবী। ছবির মুখ‍্য‍ চরিত্র হওয়ার কারণে প্রমোশনের সময়ও নিজেকে ফিট দেখানোর চেষ্টা করছেন তিনি। সিনেমা মুক্তির প্রাক্কালে একের পর এক প্রমোশন চলার জন্য পোশাক পরিবর্তনের সময় টুকুও যেন পাচ্ছেননা। এক পোশাকে ক্যামেরার সামনে বার বার ধরা দেন তাহলে লোকে কী বলবে ? আর সেই চিন্তাতেই গাড়িতেই পোশাক বদলে ফেলতে হল তাঁকে। 




সম্প্রতি নিজের সোশ‍্যাল হ‍্যাণ্ডেলে চারটি ছবি শেয়ার করেন জাহ্নবী। প্রথম দুটি ছবিতে মিনি সিকুইনড স্কার্ট এবং বো টপ। সেই ফটোশুটের পরই হাঁফিয়ে পড়েন অভিনেত্রী। এরপরই গাড়িতে গিয়েই বাধ্য হয়ে পোশাক বদলান সেই ছবি নিজের সোশ‍্যাল প্রোফাইলে শেয়ার ও করেন। সেই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়।