রাজ্য বিধানসভা নির্বাচনে ৩য় ও ৪র্থ দফার প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, জেনে নিন বিস্তারিত
রাজ্যে আট দফায় বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট বাজিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ২৭শে মার্চ থেকে শুরু হচ্ছে ভোটগ্রহণ। ইতিমধ্যে দুই দফায় বেশ কিছু আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপি। আজ ফের প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি। কয়েকদিন ধরেই জল্পনা চলছিল শনিবার বা রবিবার প্রার্থী তালিকা প্রকাশ করবে বিজেপি। অবশেষে জল্পনার অবসান আজ প্রকাশ করা হল প্রার্থী তালিকা। রাজ্য বিধানসভা নির্বাচনে তৃতীয় ও চতুর্থ দফার জন্য বিজেপির প্রার্থী তালিকার ঘোষণা। দুই দফার ৬৩ আসনে বিজেপির প্রার্থী ঘোষণা।
দেখে নিন পূর্ণাঙ্গ তলিকা:
ধনেখালি: তুষার মজুমদার
পুরশুড়া: বিমান ঘোষ
গোঘাট: বিশ্বনাথ কারক
খানাকুল: সুশান্ত ঘোষ
বিষ্ণুপুর: অগ্নিশ্বর নস্কর
উলুবেড়িয়া উত্তর: চিরণ বেরা
বাগনান: অনুপম মল্লিক
আমতা: দেবতনু ভট্টাচার্য
উদয়নারায়ণপুর: সুমিতরঞ্জন কাঁড়ার
জাঙ্গিপাড়া: দেবজিৎ সরকার
হরিপাল: সমীরণ মিত্র
বাসন্তী: রমেশ মাঝি
কুলতলি: মিণ্টু হালদার
কুলপি: প্রণব মল্লিক
রায়দিঘি: শান্তনু বাপুলি
মন্দিরবাজার: দিলীপ জাটুয়া
জয়নগর: রবীন সর্দার
ক্যানিং পশ্চিম: অর্ণব রায়
ক্যানিং পূর্ব: কালীপদ নস্কর
বারুইপুর পশ্চিম: দেবোপম চট্টোপাধ্যায়
মগরাহাট পূর্ব: চন্দন নস্কর
মগরাহাট পশ্চিম: মানস সাহা
ডায়মন্ডহারবার: দীপক হালদার
সাতগাছিয়া: চন্দন পাল দাস
মেখলিগঞ্জ: দধিরাম রায়
মাথাভাঙা: সুশীল বর্মন
কোচবিহার উত্তর: সুকুমার রায়
শীতলকুচি: বরেন চন্দ্র বর্মন
সিতাই: দীপক রায়
তুফানগঞ্জ: মালতি রাভা রায়
কুমারগ্রাম: মনোজ ওঁরাও
কালচিনি: বিশাল লামা
আলিপুরদুয়ার: অশোক লাহিড়ি
মাদারিহাট: মনোজ টিগ্গা
ভাঙড়: সৌমি হাটি
যাদবপুর: রিঙ্কু নস্কর
মহেশতলা: উমেশ দাস
বজবজ: তরুণ আদক
হাওড়া উত্তর: উমেশ রায়
হাওড়া মধ্য: সঞ্জয় সিংহ
মেটিয়াব্রুজ: রামজি প্রসাদ
সাঁকরাইল: প্রভাকর পণ্ডিত
পাঁচলা: মোহিত ঘাঁটি
উলুবেড়িয়া পূর্ব: প্রত্যুষ মণ্ডল
উত্তরপাড়া: প্রবীর ঘোষাল
শ্রীরামপুর: কবীর শঙ্কর বসু
চাঁপদানি: দিলীপ সিংহ
বলাগড়: সুভাষচন্দ্র হালদার
পাণ্ডুয়া: পার্থ শর্মা
সোনারপুর দক্ষিণ: অঞ্জনা বসু
হাওড়া দক্ষিণ: রন্তিদেব সেনগুপ্ত
আলিপুরদুয়ার: অশোক লাহিড়ি (অর্থনীতিবিদ)
ডোমজুড়: রাজীব বন্দ্যোপাধ্যায়
সিঙ্গুর: রবীন্দ্রনাথ ভট্টাচার্য
তারকেশ্বর: স্বপন দাশগুপ্ত
দিনহাটা: নিশীথ প্রামাণিক
টালিগঞ্জ: বাবুল সুপ্রিয়
চণ্ডীতলা: যশ দাশগুপ্ত
বেহালা পূর্ব: পায়েল সরকার
কসবা: ইন্দ্রনীল খাঁ (চিকিৎসক)
শ্যামপুর: তনুশ্রী চক্রবর্তী
চুঁচুড়া: লকেট চট্টোপাধ্যায়
জানা যাচ্ছে, গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিতিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সভাপতিত্বে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের তৃতীয় পর্বের জন্য ২৭ ও চতুর্থ পর্বের জন্য ৩৬ জন প্রার্থীর নামের তালিকা অনুমোদন করেছে। তারপর আজ প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊