এবছরের বিধানসভা নির্বাচনে বর্তমান বিধায়কের প্রচারে দেওয়াল লিখনে খোদ তৃণমূল জেলা সভাপতি।বৃহস্পতিবার আলিপুরদুয়ার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সূর্যনগর এলাকায় ১২-আলিপুরদুয়ার কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ডক্টর সৌরভ চক্রবর্তীর হয়ে দেওয়াল লিখন করলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃদুল গোস্বামী এবং পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষা সেলের আলিপুরদুয়ার জেলার সভাপতি মাননীয় শ্রী কনৌজবল্লভ গোস্বামী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।
এবছর নির্বাচনে আলিপুরদুয়ার কেন্দ্র নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে লড়াই নিয়ে বিশেষজ্ঞরা দ্বিধাবিভক্ত।কারো মতে তৃণমূল এগিয়ে,কারো মতে বিজেপি।কিছু মানুষ অবশ্য আশাবাদী বাম-কংগ্রেস নিয়ে।এই সকল তরজার মধ্যে প্রচারে তৃণমূল প্রার্থীকে জয়ী করতে ময়দানে নেমেছেন জেলা তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বরা।তারই দেখা মিলল এদিন জেলা সভাপতির দেওয়াল লিখনের মধ্যে দিয়ে।এবার অপেক্ষা আগামী মাসের ১০ তারিখে মানুষের মতপ্রদানের।
প্রসঙ্গত ২৭শে মার্চ থেকে রাজ্য জুড়ে শুরু নির্বাচন। এবারের বিধানসভা নির্বাচন আট দফায় হতে চলেছে রাজ্যে। চতুর্থ দফায় নির্বাচন আলিপুরদুয়ারে। ১০ই এপ্রিল চতুর্থ দফায় নির্বাচন। ইতিমধ্যে প্রচার অভিযান চালু করেছে দলগুলি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊