Latest News

6/recent/ticker-posts

Ad Code

নিজের জন্মদিনে বড় শিববাড়িতে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিলেন তৃনমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ

 


  • তৃনমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ

  • দিনহাটা বিধান সভা কেন্দ্রের প্রার্থী 
  • উপস্থিত ছিলেন বংশীবদন বর্মন, অসীম নন্দী, বিশু ধর, গৌরীশংকর মহেস্বরী সহ সকল স্তরের নেতা কর্মী
  • জন্মদিনেই শিববাড়িতে পুজো দিলেন 
  • জমা দিলেন মনোনয়নপত্র


নিজের জন্মদিনে বড় শিববাড়িতে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিলেন তৃনমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ


দিনহাটা, অর্নব অধিকারী- 

নিজের জন্মদিনের দিন বড় শিববাড়িতে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিলেন তৃনমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ। এদিন এক বিরাট বর্নাঢ্য শোভাযাত্রা মধ্যে দিয়ে দিনহাটা মহকুমা শাসক দপ্তরে তিনি মনোনয়নপত্র জমা দেন। এদিনের শোভাযাত্রা উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকায় তৃনমূল কংগ্রেস নেতৃত্ববৃন্দ। 


মিছিলে প্রার্থীর সাথে পা মেলান বংশীবদন বর্মন, অসীম নন্দী, বিশু ধর, গৌরীশংকর মহেস্বরী সহ সকল স্তরের নেতা কর্মীরা। মিছিলের শুরুতেই রাস্তায় দু-ধারে মানুষের উৎসাহ লক্ষ্য করা যায়।মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে, মিছিলে ছাত্র থেকে যুব সকল স্তরের মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code