জাতীয় বিজ্ঞান দিবসে পূর্ব মেদিনীপুর জেলা সেমিনার ব্রেকথ্রু সাইন্স সোসাইটির উদ্যোগে


পূর্ব মেদিনীপুর,সুজিত মন্ডল:




জাতীয় বিজ্ঞান দিবসে ডহর পুর তাপাসিলি হাই স্কুলে বিজ্ঞান মনস্কতা প্রসারের লক্ষ্যে জেলা বিজ্ঞান সেমিনারের আয়োজন করা হয় ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির পূর্ব মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে। সেমিনারের বিষয় রাখা হয় " জ্যোতিষশাস্ত্র কি বিজ্ঞান?"। মহামানব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবর্ষ স্মরণে অনলাইন বিজ্ঞান প্রতিযোগিতার পুরস্কারও বিতরণ করা হয় এদিনের সেমিনারে। 



সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খড়গপুর কলেজের পদার্থবিজ্ঞান এর অধ্যাপক ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির পশ্চিমবঙ্গ রাজ্য শাখার সম্পাদকমণ্ডলীর সদস্য দেবাশীষ আইচ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট আবহাওয়াবিদ ড. অশোক হাজরা, শ্রীরামপুর এগ্রিকালচারাল হাইস্কুলের সহ প্রধান শিক্ষিকা নীলিমা প্রামানিক, প্রাক্তন শিক্ষক শম্ভুনাথ পাত্র, ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির পূর্ব মেদিনীপুর জেলার কার্যকরী সভাপতি শিক্ষক গুরুপ্রসাদ জানা , ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদক শিক্ষক সুমন্ত সী প্রমুখ। 




সভাপতিত্ব করেন ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি অধ্যাপক ড মানস কুমার মাইতি। প্রাধান আলোচক জ্যোতিষশাস্ত্রের নাম করে সমাজে যে বুজরুকি চলছে তার বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানান। মহারাষ্ট্রের ন্যায় সারা দেশেই জ্যোতিষশাস্ত্র কে বেআইনি করা প্রয়োজন বলে তিনি বলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির পূর্ব মেদিনীপুর জেলার সহ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায়।