RBI -এ একাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি, এখুনি আবেদন করুন



রিজার্ভ ব‍্যাঙ্ক অফ ইণ্ডিয়া Legal Officer in Grade ‘B’, Manager (Tech – Civil), Assistant Manager (Rajbhasha), Assistant Manager (Protocol & Security) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ‍্য প্রার্থীরা রিজার্ভ ব‍্যাঙ্ক অফ ইণ্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট rbi.org.in এ গিয়ে আবেদন করতে পারবেন। ১০ই মার্চ ২০২১ তারিখ সন্ধ‍্যা ছটা পর্যন্ত আবেদন করা যাবে। 




মোট শূন‍্যপদ: ২৯

Assistant Manager (Rajbhasha) in Grade ‘A’: ১২

Legal Officer in Grade ‘B’: ১১

Assistant Manager (Protocol & Security): ৫

Manager (Tech-Civil): ১

নিয়োগ পরীক্ষা ১০ই এপ্রিল ২০২১ তারিখ অনুষ্ঠিত হবে। 

অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ‍্যমেই সিলেকশন করা হবে। 

আবেদন ফি: GEN/OBC/PwBD/EWS: ৬০০/- 

SC/ST: ১০০/-