Latest News

6/recent/ticker-posts

Ad Code

ওয়েব সিরিজের দুনিয়ায় পা রাখতে চলেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা

 


ওয়েব সিরিজের দুনিয়ায় পা রাখতে চলেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা



দীর্ঘদিন ধরে সিনেমায় কাজ করছেন সোনাক্ষী। তৈরি করে ফেলেছেন একটা ভালো জায়গাও। এবার পা রাখতে চলেছেন ওয়েব দুনিয়াতেও। OTT প্লাটফর্ম আমাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে তাঁর প্রথম ওয়েব সিরিজ যেখানে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন তিনি। সম্প্রতি প্রকাশিত এক পোস্টারে সোনাক্ষী সিনহাকে পুলিশের পোশাকে দেখা গেছে তবে ওয়েব সিরিজের নাম ঠিক হয়নি এখনো। 



রীতেশ সিদওয়ানি, ফারহান আখতার, জোয়া আখতার এবং রিমা কাগতি প্রযোজনায় রিমা কাগতি এবং রুচিকা ওবেরয়ের পরিচালিত এই ওয়েবসিরিজ মুক্তি পাচ্ছে। ফিল্ম সমালোচক তরন আদর্শ এবং সোনাক্ষী নিজেও সোশ্যাল মিডিয়ায় ওয়েব সিরিজটির প্রথম পোস্টারের ছবিটি শেয়ার করেছেন। 



অ্যামাজন পোস্টারটি পোস্ট করে ক‍্যাপশনে লিখেছে, “নারীরা পারে না এমন কোনও কাজ নেই। আমরা প্রত্যেকে এই কথাই বিশ্বাস করি। নারীদিবসে প্রাক্কালে সেরকমই একটি পদক্ষেপ।”


এক বিবৃতিতে রিমা কাগতি বলেন, “সোনাক্ষী এমন একজন অভিনেত্রী যে কিনা যে কোনও চরিত্রে অভিনয় করতে পারে। এই সিরিজে একজন পুলিশের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code