পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে বিজেপি, ট্যুইটে জানালেন নরেন্দ্র মোদী
২০২১ বিধানসভা ভোটের ঢাকে কাঠি পরে গেছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের দলের নির্বাচিত ব্যক্তিদের সামনে রেখে প্রচারে ব্যস্ত হয়ে পড়েছে। প্রচারে সামিল তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভোটের নির্ঘন্ট ঘোষণার পর বিভিন্ন দলের তৎপরতা আরও বেড়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বেশ কয়েকবার বাংলা সফরে এসেছেন এবং ভবিষ্যতেও আসবেন বলে জানিয়েছেন।
আগামী ২০ মার্চ তিনি খড়্গপুরে সভা করবেন বলে ট্যুইটে জানিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক সভায় তিনি বারবার বাংলায় ক্ষমতায় আসার কথাও বলেছেন। যদিও সবকিছু ছাপিয়ে তিনি ট্যুইটে লিখেছেন এবার বাংলার বিধানসভা দখল করছে বিজেপি।
শুক্রবার ট্যুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন,"পশ্চিমবঙ্গে বিজেপি বিজয়ী হয়ে এসে রাজ্যে উন্নয়নের নতুন সুযোগ করবে। একই সঙ্গে টিএমসির ক্যাডারদের দ্বারা ধমকানোও বন্ধ হবে।"
BJP winning in West Bengal would mark the start of a new era of development in the state. At the same time, bullying by TMC cadres will stop.Sharing highlights from Purulia. pic.twitter.com/SbktUAeYat— Narendra Modi (@narendramodi) March 19, 2021
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊