Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফের একদফা প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি




ফের একদফা প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি 




২৭শে মার্চ থেকে রাজ‍্যে শুরু হচ্ছে বিধানসভা নির্বাচন। তার আগে ফের একদফা প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি। এই নিয়ে চতুর্থ বার প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি। বুধবার রাতে চার বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষনা করে বিজেপি। সব মিলিয়ে এখনও পর্যন্ত ১২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির। 




যে চার কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি- 

বারুইপুর পূর্বে বিজেপি প্রার্থী চন্দন মণ্ডল

ফলতায় বিজেপি প্রার্থী বিধান পাড়ুই 

উলুবেড়িয়া দক্ষিণে বিজেপি অভিনেত্রী পাপিয়া অধিকারী

জগৎবল্লভপুরে বিজেপি প্রার্থী অনুপম ঘোষ




সদ‍্য বিজেপিতে যোগ দিয়েছেন পাপিয়া অধিকারী। কিছুদিন আগেই যশ দাশগুপ্ত, সৌমিলি বিশ্বাস ও ত্রমিলা ভট্টাচার্যের সাথে একইদিনে কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়ের উপস্থিতিতে গেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে নিয়েছিলেন পাপিয়া। এবার প্রার্থী করা হল তাঁকে। 




এদিকে, রাজ‍্যজুড়ে বিজেপির প্রার্থী নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে কর্মী সমর্থকরা। সেই ক্ষোভ আছড়ে পড়েছিল রাজপথেও। কলকাতার হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয়ের বাইরে দুদিন ধরে বিক্ষোভ দেখিয়েছেন দলের কর্মী-সমর্থকেরা। ফলে কেন্দ্র ও রাজ‍্য নেতৃত্ব এনিয়ে বৈঠকও করেন। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া অনেকে টিকিট পাওয়ায় বিজেপির একাংশ প্রশ্ন তোলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code