'রামসেতু'-র জন্য প্রস্তুত অক্ষয়কুমার



'রামসেতু'-র জন্য তৈরি অক্ষয়কুমার। গলায় গেরুয়া উত্তরীয়, চোখে চশমা, বসে আছেন আনমনে সম্প্রতি নতুন ছবি 'রামসেতু' -এর পোস্টার সামনে এসেছেন অভিনেতা। আর সেখানেই অক্ষয়ের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। যদিও কোনো ক্যাপশন দেননি তিনি। ছবিতেই বুঝিয়ে দিলেন, নতুন ছবি 'রামসেতু'-র শ্যুটিং-এর জন্য সম্পূর্ণভাবে তৈরি তিনি। আগামী ১৮ তারিখ অযোধ্যা পাড়ি দিচ্ছে টিম 'রামসেতু'। রামসেতুতে আরকিওলজিস্টের ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে বলেই সূত্রের খবর।




অক্ষয় ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ ও নুসরত ভারুচাক। অন্য লুকে দেখা যাবে ফার্নান্ডেজ ও নুসরত ভারুচাকেও। ছবির গল্পের বিষয়বস্তু এখনো প্রকাশ্যে আসেনি। রামসেতুর পোস্টারে রামের ছবি এবং সামনে দাঁড়িয়ে অক্ষয়কে দেখা গিয়েছে৷ ১৮ তারিখ অযোধ্যা পাড়ি দিচ্ছে টিম 'রামসেতু'।শুরু হতে চলেছে স্যুটিং।




প্রসঙ্গত, রামমন্দির নির্মাণে মোটা টাকা ডোনেশন দিয়ে এর আগেও শিরোনামে এসেছিলেন অক্ষয়। এমনকি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করে তাতে রামায়ণের একটি কাহিনির বর্ণনা দিয়েই রামমন্দির তৈরির জন্য ভক্তদের ডোনেশন দিতে অনুপ্রাণিত করার চেষ্টা করেছিলেন বলিউড তারকা।