আইকোর চিটফাণ্ড মামলায় পার্থ চট্টোপাধ‍্যায়কে নোটিশ CBI -এর 




আইকোর মামলায় এবার তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ‍্যায়কে তলব করলো সিবিআই। সিবিআই সূত্রে খবর, আইকোরের অনুষ্ঠানে দেখা গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে সেই সূত্রেই পার্থকে তলব করলো সিবিআই‌। ভিজিল্যান্স কমিশনের চিঠির সূত্রে পার্থকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে সিবিআই সূত্রে। 





তবে পার্থ চট্টোপাধ‍্যায় জানান তিনি এখোনো এনিয়ে খবর পাননি। তৃণমূল মহাসচিব বলেন, ‘এমন কোনও কাজ করিনি যাতে সিবিআই ডাকতে পারে। এখনও খবর পাইনি, ডাকলে যাব।’ আগামী সপ্তাহে তৃণমূল কংগ্রেস মহাসচিবকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। 





প্রসঙ্গত, ২০১৩ সালে চিটফান্ড কাণ্ডে তাবড় তৃণমূল নেতার নাম উঠে এলেও পার্থ চট্টোপাধ‍্যায়ের নাম জড়ায়নি। কিন্তু এবার ভোটের মুখে সিবিআই দফতরে ডাক পড়ল তাঁরও। 




প্রসঙ্গত, কয়েকশ কোটি টাকার আইকোর কেলেঙ্কারিতে মূল অভিযুক্ত সংস্থার কর্ণধার অনুকূল মাইতি দীর্ঘদিন জেলবন্দি থাকার পর জেলেই তাঁর মৃত্যু হয়েছে। এই মামলায় দীর্ঘদিন ভুবনেশ্বরে কারারুদ্ধ ছিলেন সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়। তবে মনে করে হচ্ছে, পার্থ চট্টোপাধ‍্যায় বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেই বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করা হতে পারে।