ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজের দল ঘোষণা করলো BCCI
ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ব্যস্ত বিরাট বাহিনী। চার ম্যাচের টেস্ট সিরিজে ৩-১ ব্যবধানে জয়ের পর পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম চার ম্যাচে ফলাফল ২-২। আগামী শনিবার হতে চলেছে টি-২০ সিরিজের নির্ণায়ক ম্যাচ। এরই মধ্যে আগামী ২৩ মার্চ থেকে শুরু হতে চলা তিন ম্যাচের একদিনের সিরিজের জন্য দল ঘোষণা করলো ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।
চলতি টি-২০ সিরিজের দল থেকে বাদ পড়েছেন রাহুল চাহার, ঈশান কিষান, অক্ষর প্যাটেল, রাহুল তেওয়াটিয়া এবং নবদ্বীপ সাইনি। একদিনের সিরিজের দলে অন্তর্ভুক্ত হয়েছেন কুলদীপ যাদব, ত্রুনাল পান্ডিয়া, মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ,।
ঘোষিত দলটি হলোঃ বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ত (উইকেটকিপার), কেএল রাহুল (উইকেটকিপার), যজুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ত্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, টি নটরাজন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, শারদুল ঠাকুর।
TEAM - Virat Kohli (Capt), Rohit Sharma (vc), Shikhar Dhawan, Shubman Gill, Shreyas, Suryakumar Yadav, Hardik Pandya, Rishabh Pant (wk), KL Rahul (wk), Y Chahal, Kuldeep Yadav, Krunal Pandya, W Sundar, T Natarajan, Bhuvneshwar Kumar, Md. Siraj, Prasidh Krishna, Shardul Thakur.
— BCCI (@BCCI) March 19, 2021
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊