কলকাতায় মোদী, শিলিগুড়িতে আসছেন মমতা
বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট বেজে গিয়েছে। ২৭শে মার্চ থেকে শুরু হচ্ছে ভোট। তার আগে ফের উত্তরবঙ্গে আসছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীর-র ব্রিগেডের দিন শিলিগুড়িতে মমতা। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে চার দিনের সফরে উত্তরবঙ্গে এসেছিলেন মমতা। শিলিগুড়ি বাঘাযতীন পার্কে উত্তরবঙ্গ উৎসবের সূচনা করার পর বঙ্গরত্ন পুরষ্কার প্রাপকদের হাতে পুরস্কারও তুলে দেন তিনি। ফালাকাটায় আদিবাসীদের গণবিবাহ অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন। করেছিলেন প্রশাসনিক বৈঠকও।
জানা যাচ্ছে, ৬ মার্চ অর্থাৎ শনিবার শিলিগুড়িতে পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৭ মার্চ শহরে পদযাত্রা করবেন তিনি। সেদিনই ফিরবেন কলকাতায়। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ভোটের প্রচারে ব্যস্ত থাকবেন ঠিক সেদিনেই কলকাতায় ব্রিগেডে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে বাংলার দিকে নজর বিজেপির। ২০২১ বিধানসভা দখলের চেষ্টায় সম্প্রতি একে একে কেন্দ্রীয় নেতৃত্ব বাংলা সফরে আসছেন। কিছুদিন আগেও রাজ্যে এসেছিলেন নরেন্দ্র মোদী।
কার্যত ২০১৯ -এ লোকসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূল ফের উত্তরবঙ্গ দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে। রাজনৈতিক মহলে মতে, একুশের বিধানসভা ভোটে ঘুরে দাঁড়াতে, কর্মী সমর্থকদের চাঙ্গা করতেই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো একে একে উত্তরবঙ্গে আসছেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊